
"ইমাম ভাতা" আদলে "পুরোহিত ভাতা" দেওয়া হবে ঘোষণা দিয়ে সোমবারই বীরভূমের ডাকবাংলো মাঠে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ জেলার ১৫ হাজার পুরোহিতকে ডেকে ম্যারাপ বেঁধে তাঁদেরকে গীতা, মণীষীদের ছবি ও অমৃতবাণী এবং পেটপুরে ভোজন করানো হয়েছিল৷ তবে পুরোহিতদের ভাতার বিষয়ে কোনও ঘোষণা হয়নি৷ ঘোষণা করা হয়েছিল, সম্মেলনের পর প্রত্যেক পুরোহিতকে ১ টি করে গাভী দেওয়া হবে৷ যদিও সভা শেষে তৃণমূলের তরফে জানানো হয়, দু’একদিনের মধ্যে পুরোহিতদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে গাভী৷ কিন্তু পুরোহিত ভাতার আশ্বাস না পেয়ে ও সমগ্র অনুষ্ঠানে নেতারা চেয়ারে বসলেও পুরোহিতদের মাটিতে বসতে দেওয়া হয়৷ সমগ্র ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ পুরোহিতদের সিংহভাগ অংশ ৷
তবে এই ঘটনা নিয়ে জেলায় রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে৷ বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ। তিনি কিছুদিন আগেই বিধানসভায় চিঠি পাঠিয়ে পুরোহিতদের ভাতা দেওয়ার আবেদন জানান। চিঠিটি মুখ্যমন্ত্রীর কাছে বিবেচনার জন্য পাঠানো হয়।তবে রশিদ কে এড়িয়ে সম্মেলন করে রশিদ যারপরনাই ক্ষুব্ধ৷ তিনি বলেন ‘‘দিদিমণি নওয়াজ পড়ছে৷ অনুব্রত পুরোহিত সম্মেলন করছে৷ এর থেকেই তো স্পষ্ট- ওরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে৷ কই আমি তো বলিনি, পুরোহিত ভাতা পেলে কংগ্রেস করতে হবে৷’’ পুরোহিতদের এভাবে অপমান করার প্রতিবাদে আগামী ১২ জানুয়ারী বিবেকানন্দের জন্মদিবসে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করা হবে বলেও জানান রশিদ৷ তবে এই বিষয়ে জেলা বিজেপির কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ৷
(চিত্র - সংগৃহিত)
No comments:
Post a Comment