ওয়েব ডেস্ক, ১৭ই জানুয়ারি : গত ১৪ ই জানুয়ারী সকালে প্রায় ৩০০ RSS স্বয়ংসেবক ফুলপ্যান্ট ও সাদা জামা পড়ে সুসজ্জিত শোভাযাত্রা বের হয় সিউড়িতে। শহর পরিক্রমার পর তাঁরা ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে জড়ো হন। সেখানে সংঘের বীরভূম বিভাগ কার্যবাহ শিবাজীপ্রসাদ মণ্ডল উপস্থিত স্বয়ংসেবকদের আজকের দিনের মাহাত্ম্য বর্ণনা করেন। আগামী দিনে সংঘের কর্মকাণ্ড নিয়েও তিনি আলোকপাত করেন। আজ মকরসংক্রান্তি উপলক্ষ্যে শোভাযাত্রার শেষে তিনি বলেন রাজ্য সরকারের দমননীতির ফলে RSS-এর সদস্যসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া তিনি রাজ্য সরকারের তোষণনীতির সমালোচনা করেন।
শিবাজীবাবু বলেন, "এই সরকার আমাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছে। একাধিক জায়গায় আমাদের স্বয়ংসেবকদের ভয় দেখানো হচ্ছে। অনেক জায়গায় আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও আমাদের কর্মীরা এগিয়ে আসছেন। আজ এই মকরসংক্রান্তি পুণ্য দিন। বিভিন্ন রাজ্যে এই দিনটিকে পালন করা হয়। অসমে বিহু, পশ্চিমবঙ্গে মকরসংক্রান্তি হিসেবে পালন করা হয়।"
No comments:
Post a Comment