ওয়েব
ডেস্ক ২৬, মার্চ :রাজ্য সরকারের অনুমতি না দেওয়া সত্ত্বেও
,রাম নবমীর দিন অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেলো গেরুয়া শিবিরকে ।
কার্যত প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে জেলায় জেলায় অস্ত্র মিছিলের পরিদর্শন হয় । দিলীপের সঙ্গে যোগ্য সহযোগিতা করেন লকেট চ্যাটার্জি ।একটি মিডিয়াতে দিলীপ ঘোষকে অস্ত্র মিছিলের স্বপক্ষে বক্তব্য
রাখতেও শোনা
যায় ।
কিন্তু সেই রামনবমীর অন্য
মিছিলে মুকুল রায়কে দেখা যায়। বিনা অস্ত্রে রামনবমী পালন করছেন ।.প্রশ্ন করাতে জানাগেলো এই ব্যাপারে উনি
একেবারে অন্য মত পোষণ করে ।তিনি পদে পদে বিজেপি নেতৃত্বকে বুঝিয়ে দিচ্ছেন তিনি (মুকুল রায় ) ব্যতিক্রমী চরিত্র । দল এক
হলেও দিলীপ ঘোষের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন । দিলীপ বাবু যদি উত্তর মেরুর বাসিন্দা হন , তাহলে মুকুলবাবু দক্ষিণের । ক্রোমগত মুকুল রায় বুঝিয়ে দিচ্ছেন তিনি তার নিজের নীতিনুসারে
চলবেন ...
প্রসঙ্গত মনে রাখা দরকার মুখমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন অস্ত্র মিছিল করতে দেওয়া
হবেনা । শর্ত সাপেক্ষে রামনবমী মিছিল করার অনুমতি দিলেও প্রশাসন অস্ত্র মিছিলের অনুমতি কোনো মতেই দেবেনা । নিষেধাজ্ঞা জারি সত্বেও লকেট চাটার্জিরা রামনবমী দিন সযত্নে অস্ত্র নিয়েই রাস্তায় নেমেছিলেন । উল্টোদিকে মুকুলবাবুকে বিতর্ক এড়িয়ে ,শান্তি পূর্ণ ভাবেই রামনবমীর মিছিল করতে দেখা যায় ।
উল্লেখ
সংকল্প যাত্রা নিয়েও দুই নেতা ভিন্ন মত পোষণ করতে
দেখা যায় , যেখানে কর্মীরা মার খেলেও কর্মসূচির চালিয়ে যাওয়ার কথা বলেন মুকুল রায় সেখানে কেন্দ্রের সাহায্য ছাড়া কর্মসূচির অগ্রগতি হবেনা বলে দাবি করেন দিলীপবাবু ।
No comments:
Post a Comment