Tuesday, 3 April 2018

আবার ভাঙ্গন কংগ্রেসে, বাগদার বিধায়ক দুলাল ভড় আসছেন তৃণমূলে

ওয়েব ডেস্ক, ৩রা এপ্রিল :-  উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার কংগ্রেস  বিধায়ক দুলাল বর কয়েক  হাজার সমর্থক নিয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন । যোগ দেওয়ার পথে দুলাল বাবু পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্শিকে নিজের নেতা বলে সম্মোধন করেন । দুলাল বাবুর দলে যোগদানকে স্বাগত জানাচ্ছেন পার্থ বাবু। 

প্রতীকী চিত্র 


দুলাল বরের কংগ্রেস থেকে বেরিয়ে আসাটা কংগ্রেস যে আশা  করেনি সেটা বলাই বাহুল্য । তবে প্রাথমিক ভাবে এই ভাগনের কোনো প্রতিক্রিয়া কংগ্রেস এর তরফ থেকে পাওয়া যায়নি । 

No comments:

Post a Comment

loading...