Monday, 16 April 2018

প্রমানের অভাবে মক্কা মসজিদ বিস্ফোরণে অভিযুক্ত স্বামী অসীমানন্দ সহ ৫ বেকসুর খালাস

ওয়েব ডেস্ক ১৬ এপ্রিল ২০১৮ : ১১ বছর আগে মক্কা মসজিদে আক্রমণের ঘটনায় স্বামী আসামানন্দ সহ পাঁচজনকে হায়দরাবাদে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির  (এনআইএ) বিশেষ আদালত সোমবার বেকসুর রায় দিয়েছে ।
এনআইএ মূলত ১০  জনকে , ১৮  মে, ২০০৭ তারিখে একটি উদ্ভাবিত বিস্ফোরক যন্ত্র (আইইড) ব্যবহার করে হামলাটি চালানোর অভিযোগে  অভিযুক্ত করেছিল। একজন অভিযুক্ত, মধ্য প্রদেশের সুনিল জোশী, যিনি প্রাক্তন জাতীয় রাষ্ট্রীয় সয়মসেবক  সংঘ (আরএসএস) প্রচারক ছিলেন, মামলা চলাকালীন তিনি খুন হন  । আর .এস.এস প্রচারক সন্দীপ .ভি.ডাঙ্গে এবং আর.এস.এস এর সক্রিয় কর্মী রামচন্দ্র কালসংগ্রা ,দুজনেই বেকসুর খালাস পেয়েছেন ।
  একই রাজ্যের ,তেজ রাম পরমার ,এবং অমিত চৌহানের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে । আদালত থেকে বলা হয়েছে উপযুক্ত প্রমাণ এন.আই.এ  দিতে পারেনি বলে বেকসুর খালাস করা হলো এই কজনকে  ।
     আদালতের তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এন.আই .এ র তদন্তকারী অফিসারেরা রাজস্থানের  আর .এস.এস. এর দেবেন্দ্র গুপ্ত ,  মধ্যপ্রদেশের প্রপার্টি ডিলার লোকেশ শর্মা ,গুজরাটের 'গডম্যান' নবকুমার  সরকার ওরফে স্বামী আসিমানন্দ, গুজরাটের বেসরকারী কর্মচারী ভারত মহলালাল দত্তের এবং মধ্যপ্রদেশের কৃষক রাজেন্দ্র চৌধুরী  বিরুদ্ধে যা চার্জ গঠন করেছিল সেগুলোতে  উপযুক্ত প্রমান ছিলোনা ।

No comments:

Post a Comment

loading...