Monday, 9 April 2018

অনশনে বসবার আগেই পেট ভরিয়ে নিচ্ছেন কংগ্রেসি নেতারা ,বিজেপি ফটো টুইট করলো

ওয়েব ডেস্ক ৯ এপ্রিল ২০১৮ :কেন্দ্রের দলিতদের প্রতি বঞ্চনার  বিরুদ্ধে ,এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার জন্য রাহুল গান্ধী আজ রাজঘাটে ,মহাত্মা গান্ধীর সমাধিস্থলে একটি অনশন কর্মসূচির আয়োজন করে ।
এই কর্মসূচি একের পর এক বিতর্ক জন্ম দেয়া শুরু করেছে ,যেটা কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে ।তার কারণ যখন অনশনে কংগ্রেসের অজয় ম্যাকেন, হারুন ইউসুফ এবং অরবিন্দর সিং লাভলী বসেন তখন তাদের ছবি ভাইরাল হতে শুরু করে ,যেখানে দেখা যাচ্ছে এই তিন হেভি ওয়েইট নেতা অনশনে বসবার আগেই দিল্লির নামি রেস্তোরা গিয়ে নিজেদের পছন্দের ছোলা বাটুরা খেয়ে পেট ভরিয়ে নিচ্ছেন ,হাজার হোক অনশনের সময়টা কাটাতে হবে তো !
   

 কংগ্রেসের অরবিন্দের সিংহ লাভলীকে  একই নীল শার্টে দেখা যাচ্ছে যেই নীল শার্ট পরে তিনি সকালে ছোলা বাটুরা খেয়েছিলেন ।
             
অরবিন্দর সিংহ লাভলী  দাবি করেন, ছবিটি সকাল  ৮  টার  আগে তোলা  এবং তিনি বলেন, "অনশনটা  সকাল ১০ .৩০  থেকে বিকেল  ৪ .৩০  পর্যন্ত ছিল । এটি অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট ছিলোনা । বিজেপি দেশটাকে ঠিক মতো চালাবার বদলে মনোযোগ দিচ্ছে  আমরা কি খাচ্ছি,এটাই সমস্যা  । " একধাপ এগিয়ে কংগ্রেসের অজয় মাকেন বলেন "আমরা কি ১১ টার  আগে খেতে পারিনা?"
      এসব শুনে অকালি দলের মানজিনদের সিংহ বলেন ,কংগ্রেসের মানসিকতাই হলো শুধু খাওয়ার, ওঁরা একবেলাও অনশন করতে পারে না ।

No comments:

Post a Comment

loading...