Wednesday, 25 April 2018

পুরোনো ভিডিওতে দেখা যাচ্ছে ধর্ষণে অভিযুক্ত আশারামের সাথে একিই মঞ্চে নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক ২৫ সে এপ্রিল ২০১৮ :স্বঘোষিত ধর্মগুরু  আশারাম বাপু  যিনি ২০১৩ সালে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছিলেন ,আজ বিচারপতি মধুসূদন শর্মার এজলাসে তিনি  দোষী সাবস্ত হন । সেই  আশারামের সঙ্গে নরেন্দ্র মোদির পুরোনো একটা ভিডিও সামনে এলো  । ভিডিওতে দেখা যাচ্ছে ,আশারামের সঙ্গে অতি আনন্দে একিই মঞ্চ ভাগ করে নিচ্ছেন শ্রীযুক্ত নরেন্দ্র মোদী মহাশয় । এই ভিডিওটি সামনে আসার পর চরম  অস্বস্থিতে বিজেপি  । তবে এই ঘটনা যে বিতর্ক সৃষ্টি করবে সেটা বলাই বাহুল্য । এই ঘটনার পর বিরোধীদের হাতে যে নতুন অস্ত্র তুলে দিলো সেটা বিদ্যজনেদের একাংশের মত ।
 
একটা সময় ,শালটা  তখন ২০১২  এই আশারাম বাপুই মোদী সরকারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । তিনি হুমকি দিয়ে বলেছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে তিনি তাকে ক্ষমতাচ্যুত করে ছাড়বেন ।কিন্তু আজ তিনি ধর্ষণের দায়ে কারাগারের পেছনে ।আশারাম বাপুর দশ ঢাকার জন্য অনেক  বিজেপি নেতারাই মুখ খুলেছিলেন , কিন্তু  ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  রাজনাথ সিংহ কে বিষয়টি খতিয়ে দেখতে বলেন যাতে কোনো ভাবেই আশারাম বাপুর দশ চাপা না পরে ।

No comments:

Post a Comment

loading...