Tuesday, 10 April 2018

মুম্বাই -আহমেদাবাদ বুলেট ট্রেনের জন্য জমি অধিগ্রহনের প্রতিবাদে করল গুজরাটের কৃষকরা

ওয়েব ডেস্ক ১০ এপ্রিল ২০১৮:মুম্বাই -আহমেদাবাদ হাই স্পিড বুলেট ট্রেন প্রজেক্টের  জন্য "ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন " একটি আলোচনা সভা ডাকে কৃষকদের উদ্দেশ্যে,  কৃষি জমি অধিগ্রহনের জন্য ৷ কিন্তু গুজরাটের কৃষকরা বেঁকে বসেন ,জানাযাচ্ছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন অতি কম সময়ে   এই আলোচনা সভাটি ডাকে তাও আবার একদিনের নোটিশে ,এবং সেটা খবরের কাগজ মারফত ৷
   ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন তাদের নোটিশে বলেছে এটি দ্বিতীয় আলোচনা সভা সেই সব কৃষকদের জন্য,যেই সব কৃষকরা ক্ষতি গ্রস্ত হচ্ছে হাই স্পিড বুলেট ট্রেন প্রজেক্টের জন্য ৷ সমস্যাটা এখানেই , গুজরাটের চাষিরা  তীব্র প্রতিবাদ করে জানায়, প্রথম আলোচনা সভাই কখনো হয়নি ,তাহলে দ্বিতীয় আলোচনা সভার বন্দোবস্ত হয় কি করে ? একদিনের নোটিশে সভা ডাকা , প্রথম সভা যেখানে হয়ইনি সেখানে দ্বিতীয় সভা ডাকার মানেটা কি সেটা খোলসা করে এন.এচ.এস.আর.সি .তরফ থেকে কিছুই জানা যায়নি ৷
   তবে যেই সব প্রতিবাদী কৃষকরা মহাত্মা গান্ধী গরুহ তে  এন.এচ.এস.আর.সি .তরফ থেকে ডাকা সভায়  গিযেছিল , তারা দাবি করেছে এন.এচ.এস.আর.সি  আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকই তারা করেছেন ক্ষতিপূরণনিয়ে দ্বিতীয় বা তৃতীয়া নয়  ৷

No comments:

Post a Comment

loading...