Monday, 16 April 2018

দর্শককে চিহ্নিত করতে এবার সেট টপ বক্সে চিপ বসানোর ভাবনা বিজেপির

ওয়েব ডেস্ক ১৬ই এপ্রিল ২০১৮ :দর্শকরা কোন চ্যানেল কতক্ষন দেখছে সেটা বোঝার জন্য কেন্দ্র সরকার চিপ বসাবে সেটটপ বক্সে । এমনি চিন্তা ভাবনা শুরু করেছে কেন্দ্র সরকার । আগে , দর্শকরা তাদের প্রিয় চ্যানেলে প্রিয় শো দেখলে বার্ক ও মিটার মাধ্যমে বোঝা যেত কোন অঞ্চলে কত দর্শক দেখেছে সেই প্রোগ্রামটা , এখন আঞ্চলিক ভিত্তি ছেড়ে .সোজাসুজি প্রত্যেক সংসারে ঢুকে কেন্দ্র সরকার হাড়ির খবর নিতে চাইছে ।     
     


এই মর্মে বিজেপি সরকারের সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাছে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে ।
  প্রসঙ্গত বার্ক ও মিটার দিয়ে দর্শক চিহ্নিত করা যায়না , একটা অঞ্চলের দর্শক সংখ্যা কত ,যেকোনো প্রোগ্র্যামমে সেটা মাপা যায় ।যদিও এখনো প্রজন্ত বিদ্দজনদের কোনো প্রতিক্রিয়া আসেনি ,আশা করা যায় , খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া আসবে 

No comments:

Post a Comment

loading...