Tuesday, 10 April 2018

স্মৃতি ইরানির ভুল খবর প্রকাশের জের ভারত জুড়ে

ওয়েব ডেস্ক ১০ এপ্রিল ২০১৮ :তথ্য সম্প্রচার দফতরের মন্ত্রী স্মৃতি ইরানি   যিনি ভুল খবর ছাপার জন্য সংবাদ মাধ্যমের অধিকার খর্ব করার কথা ভাবছিলেন   ,তিনি নিজেই গতকাল মারাত্মক একটি ভুল খবরকে সিলমোহর দিয়ে বসলেন ৷


                                                                                                               প্রতীকী চিত্র


শুধু তিনিই নন জিতেন্দ্র সিংহ রাজ্যের মন্ত্রী, প্রধানমন্ত্রীর অফিসের, তিনিও  এই ভুল খবরের শিকার হন ৷ খবরটা কি ? খবরটা হলো ,পি.এম.ও অফিসের রাজ্যের মন্ত্রী জিতেন্দ্র সিংহ একটি টুইটে বলেন শ্রীযুক্ত টি .এন সেশন মারা গেছেন ,৬ এপ্রিল ২০১৮ ,ঠিক তার একদিন আগেই তার অর্ধাঙ্গিনী মারা যান  ৷ তিনি এও বলেন শ্রীযুক্ত টি,এন সেশনের কোনো সন্তান ছিলোনা ,এবং একটা যুগের শেষ হলো  ৷ তিনি এই খবরটা কোথা থেকে পেয়েছিলেন বিশদে তা জানা যায়নি  ৷ কিন্তু তার টুইটের ওপর ভরসা করে তথ্য সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি টুইট করে বসেন "ওম শান্তি"  ৷ এখন কথা হচ্ছে কি করে কোনো খবর কে ভেরিফাই না করে তথ্য সম্প্রচার দফতরের মন্ত্রী এরকম খবর কে সত্যি বলে মনে করলেন  ৷ 
   যদিওবা ২রা এপ্রিল টাইমস নাউ ,এবং ডেইলি নিউস এনালাইসিসের তরফ থেকে ,এই খবরকে অসত্য হিসেবে বর্ণনা করা হয় ৷  বিভিন্ন মেসেজে থেকে পরিষ্কার করে দেওয়া হয় ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত টি.এন সেশন বহাল তবিয়তেই আছেন  ৷  

No comments:

Post a Comment

loading...