Tuesday, 3 April 2018

মালদা পঞ্চায়েত নির্বাচনে সিপিএম -কংগ্রেস গোপন আঁতাত

ওয়েব ডেস্ক ৩ রা এপ্রিল ২০১৮ : পঞ্চায়েত ভোটে কংগ্রেস এবং সিপিএম এর গোপন আঁতাতের কথা উঠে এসেছে মালদায় ।যদিও কিছু কংগ্রেসি কর্মী এই গোপন আঁতাতের কথা অকপটে শিকার করলেও ,সিপিএম এই বিষয়ে  রক্ষণাত্মক ।
 তারা মুখে কুলুপ এঁটেছেন । সূত্রের খবর অনুসারে সিপিএম আলিমুদ্দিনের দিকে তাকিয়ে আছে ।সিপিএমের জেলা নেতৃত্ব আলিমুদ্দিনের অনুমতি ছাড়া একটাও কথা যে বলবে না ,৩৪ বছর বামফ্রন্ট রাজত্বে সেটা বার বার প্রমাণিত হয়েছে ,তার ব্যতিক্রম আজও যে হবেনা সেটা পরিষ্কার । ২৭৪২ টি আসন আছে জেলা ত্রিস্তরীয় পঞ্চায়েতে , সিপিএম ,কংগ্রেস ১৬ করে আসন ২০১৩ তে  পেলেও তৃণমূল পায় মাত্র ৬ টি আসন ।সেই সময় কংগ্রেস বোর্ড গঠন করলেও ,পরবর্তী কালে কংগ্রেসি নেতারা তৃণমূলে যোগ দেয়ায় অধিকাংস  পঞ্চায়েত সমিতি ,গ্রাম পঞ্চায়েত ,মালদা জেলা পরিষদ তৃণমূলের নিয়ন্ত্রনে চলে আসে ।

No comments:

Post a Comment

loading...