Monday, 9 April 2018

মেহুল চোকসির প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের না

ওয়েব ডেস্ক ৯ এপ্রিল ,২০১৮ : ব্যাঙ্ক জালিয়াতির পান্ডা নিরাভ মোদী  যে ১১০০০  কোটি টাকা নিয়ে ,ভারত ছেড়ে পালিয়ে গেছে , ইন্টেলিজেন্স খবর অনুসারে  তিনি নাকি হংকংয়ে গাঢাকা দিয়ে আছেন । ভারতের তরফ থেকে চীনকে বলা হয়েছিল তারা যেন হংকং থেকে ডায়মন্ড মার্চেন্ট রির্জাভ মোদীকে  ভারতের হাতে তুলে দেয় ।
 
                                                                                                              প্রতীকী চিত্র
 কিন্তু চীনের তরফ থেকে জানানো হয়েছে হংকং এর কিছু মৌলিক আইন আছে ,যেটাকে বলা হয় স্পেশাল এডমিন্সট্রেটিভ রিজেন । ভারতের যদি কিছু এডমিন্সট্রেটিভ সাহায্য লাগে হংকংয়ের থেকে, তাহলে সরাসরি হংকংয়ের সাথে কথা বলতে পারে ।নিরাভ মোদীর ব্যাপারে চীন যে খুব একটা উৎসাহ দেখাচ্ছেনা সেটা তাদের কথাতেই স্পষ্ট ।
   অনেক বিদেশনীতির মতো এখানেও ,মোদী সরকারের সাফল্যের মুখ কতটা দেখবে সেটা সময়ই বলবে ।

No comments:

Post a Comment

loading...