Sunday, 29 April 2018

মুম্বাইয়ের হাসপাতালে রোগীর চোখ খুবলে নিল ইঁদুর বিজেপি প্রশাসনের মুখে কুলুপ

ওয়েব ডেস্ক ২৯সে এপ্রিল ২০১৮ :আরো একবার বিজেপি শাসিত  রাজ্যের বেহাল দশা দেশের সামনে উঠে এলো ।জোগেশ্বরীতে বাল ঠাকরে ট্রমা কেয়ার হাসপাতালে কমায় আচ্ছন্ন এক রোগীর ডান ছোখ ইঁদুরে খুবলে নিল ।পথ দূর্ঘটনায়  পরমিন্দর গুপ্তা নামে বছর সাতাশের এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।তার বাবার অভিযোগ ২৩শে এপ্রিল তিনি তার ছেলেকে দেখতে গিয়ে দেখেন ,তার ছেলের ডান চোখ দিয়ে রক্ত ঝরছে ।

                                                                                                               

আগের দিন রাতেই , তিনি দুটি ইঁদুরকে তিনি আইসিইউর বাইরে বিচরণ করতে দেখছেছিলেন ,ব্যাপারটা ডাক্তারদের গোচরে এনেও কোন লাভ হয়নি ।এমনকি সাধারণ বিভাগেও ইঁদুরের উপদ্রব চোখে পড়ার মতো , তা সত্ত্বেও হাসপাতালের কর্তৃপক্ষ ব্যাপারটাই নজরে দেয়নি ,উল্টে তারা এখন অশ্বিকার করছে এরকম ঘটনা হয়েছে বলে ।ছবি সৌজন্যে, আজকাল

No comments:

Post a Comment

loading...