Monday, 16 April 2018

বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের নাইট ক্লাব উদ্বোধন ,বিতর্কে বিজেপি

ওয়েব ডেস্ক ১৬ই এপ্রিল ২০১৮: আবার বিজেপিকে বিড়ম্বনার মধ্যে ফেললেন সাক্ষী মহারাজ । পূর্বেও সাংসদ  সাক্ষী মহারাজ গুরমিত রাম রহিমের পাশে দাঁড়িয়ে বিজেপির মুখ পুড়িয়েছিলেন , এবার লখনউয়ের আলিয়া গুঞ্জে একটি নাইট ক্লাব উদ্বোধন করে বিতর্কের মধ্যে জড়ালেন । খবর অনুসারে ,একটি নাইট ক্লাবের ফিতে কাটার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয় , এবং তিনি ফিতে কেটে নাইট ক্লাবের কর্তৃপক্ষকে যথাযথ সন্মান দেন ।
   
                                                                                                                        প্রতীকী চিত্র

চারিত্রিক গঠন অনুসারে বরাবরই প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন , সে প্রচার বিজেপির মুখপোড়ানোই হোক  না কেন । বিগত দিনে তিনি প্রেমিক প্রেমিকার যুগল বন্দিদের সংশোধনাগারে ঢোকাবার  রায় দিয়েছিলেন । তিনি এও বলেছিলেন, তাদের অশালীন আচরণ ধর্ষণের অন্যতম কারণ ।
      আর গুরমিত রাম রহিম কে  মানুষের "ঈশ্বর " বলে সমর্থন করে  তো শিরোনামে চলে এসেছিলেন । প্রসঙ্গত তার জেলা উন্নাও , যেখানে ধর্ষণ কান্ডে মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ বেকায়দায় , সেখানে দিব্বি খোশমেজাজে সাক্ষী মহারাজ , না হলে নাইট  ক্লাব উদ্বোধন করতে যান ।  

No comments:

Post a Comment

loading...