Friday, 6 April 2018

অমিত শাহ বিরোধী জোটকে ,কুকুর বেড়ালের সঙ্গে তুলনা করলেন


বিজেপি সভাপতি অমিত শাহ ,বিরোধী জোটকে কুকুর ,বেড়ালের সঙ্গে তুলনা করলেন  ।
 তিনি বলেন, "একদল বিরোধী  একত্রিত হতে চাইছে মোদী সরকারের বিরুদ্ধে । যখন কোনো  বন্যা হয়, তখন  সাপ, মঙ্গুস, বিড়াল, কুকুর , চিতাবাঘ এবং সিংহরা একটি বড় গাছের উপরে উঠে পরে , কারণ তারা জানে জলের  উচ্চতা যেকোনো মুহূর্তে বাড়তে পারে "  মুম্বাইয়ের ৩৮ তম ফাউন্ডেশন   সমাবেশে  এই কথা গুলি বলে অমিত শাহ  ।


                                                                                                        প্রতীকী চিত্র
অমিত শাহের নিশানা ছিল আন্টি বিজেপি ফ্রন্ট , যারা ২০১৯ নির্বাচনে নরেন্দ্র মোদির সরকারকে হারাবার পরিকল্পনা করছে ।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরেজওয়ালা তীব্র ভাষায় বলেন "আমাদের সংস্কৃতিতে, একজন মানুষের চরিত্র বোঝা যায় তার ভাষায় কিন্তু  যে পদ্ধতিতে অমিত শাহ অপমানজনক ভাষা ব্যবহার করেছেন , তাতে একটাই জিনিসই প্রমান  করে যে ইনি এমনই একজন নেতা যিনি যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে বসে আছেন  ।

No comments:

Post a Comment

loading...