Wednesday, 11 April 2018

নোটবন্দিতে বিজেপির আয় বেড়ে দাঁড়িয়েছে ৮১%

ওয়েব ডেস্ক ১১ এপ্রিল ২০১৮ :আর্থিক বছর ২০১৬-২০১৭ তে ,নোটবন্দির সময় বিজেপির ঝুলিতে ১০০০ কোটি টাকা ঢুকেছে  এই তথ্যই দিচ্ছে এসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রেফর্মস ৷অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের একটি প্রতিবেদন অনুযায়ী, বিজেপি ১০৩৪  কোটি টাকা আয় করেছে এবং আর্থিক বছরে ৭১০ .০৫৭  কোটি টাকা ব্যয় করেছে  ৷


সেখানে নোটবন্দির সময়  কংগ্রেস মাত্র ২২৫  কোটি টাকা আয় করেছে এবং ৩২১ .৬৬  কোটি টাকা ব্যয় করেছে। এই বিবরণ দুটি জাতীয় দলগুলির দ্বারা নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক  বিবরণ অনুসারে  ৷
আয় এবং ব্যয় বিবরণী দাখিলের সর্বশেষ তারিখ ছিল ৩০  শে অক্টোবর, ২০১৭ , তবে উভয় দলই দেরি করে জমা দেয় ।  কংগ্রেস চলতি  বছরের ১৯  মার্চ ,আর  বিজেপি ১৮  ফেব্রুয়ারি, ২০১৮  আর্থিক  বিবরণ জমা দিয়েছে।
বিজেপি ও কংগ্রেস ছাড়াও বিএসপি, এনসিপি, সিপিআই, সিপিআইএম  এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (এআইটিসি) এর মতো অন্যান্য দলগুলি ২০১৬ -১৭ আর্থিক বছরে  তাদের নিজ নিজ আয় ও ব্যয় বিবরণ জমা দিয়েছে। সাতটি জাতীয় দলগুলির মিলিত রোজগার  - বিজেপি, কংগ্রেস, বিএসপি, এনসিপি, সিপিএম, সিপিআই এবং এআইটিসি- হলো  ১৫৫৯  কোটি টাকা। সেখানে সাতটি দলের  মোট ব্যয় দেখাযাচ্ছে  ১২ ২8.২6 কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী,  ২০১৫ -১৬  এবং ২০১৬ -১৭  আর্থিক বছরে বিজেপি-র আয় ৮১ .১৮ % (463.41 কোটি) দ্বারা বৃদ্ধি পেয়েছে  ৷ 

No comments:

Post a Comment

loading...