Saturday, 21 April 2018

বিজেপি ছাড়লেন বর্ষীয়ান নেতা যশবন্ত সিনহা ,নেপথ্যে কি?

ওয়েব ডেস্ক ২১ সে এপ্রিল ২০১৮ :আজ বিজেপির প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা  ঘোষণা করেন যে তিনি সবরকম রাজনীতি থেকে সন্যাস নিচ্ছেন , এবং বিজেপির সাথেও তিনি তার  সম্পর্ক ত্যাগ করছেন ৷ তিনি আরও বলেন  এবার থেকে গণতন্ত্র বজায় রাখার জন্য সারা ভারতবর্ষে আন্দোলন গড়ে তুলবেন ৷
 
                                                                                                          প্রতীকী চিত্র

 যশবন্ত সিনহা    আরো বলেন ,  বর্তমান বিজেপি সরকারের পরিস্থিতির কথা মাথায় রেখে তার এই সিদ্ধান্ত ৷ তার গড়া রাষ্ট্রীয় মঞ্চ থেকে তিনি বলেন এবার থেকে তার একটাই কাজ হবে সব বিরোধী শক্তিগুলোকে এক করা, তিনি এটাও জানাতে ভোলেননি যে ,তিনি কোনো উচ্চপদের  জন্য লালায়িত নন ৷
       যশবন্ত সিনহা  রাষ্ট্রীয় মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারা , লালু প্রসাদ যাদব , এবং শত্রুঘ্ন সিনহা  ৷ প্রসঙ্গত যারাই শ্রীযুক্ত নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন তারা সবাই বিজেপি থেকে ব্রাত্য হয়েছেন  ৷  যেমন যশবন্ত  সিংহ , শত্রুঘন সিনহা , লাল কৃষ্ণা আদভানি  ৷ 
   উল্লেখ করা যেতেই পারে গত সেপ্টেম্বর মাসে যশবন্ত সিনহা  দেশের অর্থনীতির সম্মন্ধে বলেছিলেন যে সেটি নিম্ন মুখী এবং যেকোনো সময়ই বিশাল আকারে ধস নামবে  ৷ 

No comments:

Post a Comment

loading...