Friday, 4 May 2018

ফের লাভ জিহাদের অভিযোগে পিটিয়ে হত্যা রাজস্থানে

 ওয়েব ডেস্ক ৪ টা মে ২০১৮: একটি হিন্দু মেয়েকে ভালোবাসার অপরাধে , ২২ বছরের সইফ আলিকে খুন হতে হল ।ঘটনাটি রাজস্থানের বিকানেরের , সূত্রের খবর একটি হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করতেন সইফ আলি ।ব্যাপারটি মেয়েটির বাড়ির লোকজন জেনে ফেলায় পরিস্তিতি জটিল আকার নেয় ।
                                                                                                      প্রতীকী চিত্র

তারা সইফ কে প্রথম অপহরণ করে ,তারপর তাকে শহরের বাইরে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করা হয় ।প্রায় মৃত অবস্থায় মেয়েটির বাড়ির লোকজন সাইফকে একটা নর্দমার ধারে ফেলে রেখে চলে যায় । পথচারী কয়েকজন সইফ কে ওই অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় ।পুলিশ এসে সাইফকে হাসপাতালে নিয়ে গেলে , তার কিচ্ছুক্ষন পরেই ছেলেটির মৃত্যু হয় ।

রাজস্থানের পুলিশ এটাকে একদম লাভ জেহাদ বলতে নারাজ । বিকানেরের পুলিশ সুপার বলেছেন ‘‌এই ঘটনাকে লাভ জিহাদ বলা যায় না। পড়াশোনা করতে করতে একে অপরকে ভালোবাসতেই পারেন। এই বয়সে কেউ ধর্ম দেখে না। প্রেম করে।’‌ তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তিনজনকে গ্রেফতার ,আর ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ।

No comments:

Post a Comment

loading...