Monday, 21 May 2018

বিনা পয়সায় কর্ণাটক রাজনীতির নাটক দেখছে জনগণ

ওয়েব ডেস্ক  ২১ শে মে ২০১৮ : হানিমুনের সময়টা   উদযাপনের সময় হয় কিন্তু এইচডি কুমারস্বামী এখনো সংখ্যা তত্ত্বে  বন্দী। ওপর মহলের নির্দেশ অনুসারে কংগ্রেস ও জনতা দল (সেকুলার) বিধায়করা  এখনও রিসর্ট এবং হোটেলগুলিতে রয়েছেন , তাদের ম্যানেজাররা কোনো রকম ঝুঁকি নিতে ইচ্ছুক নয় যতক্ষণ না এচ.ডি.কুমারস্বামী মুখ্যমন্ত্রী হয়ে বসছেন ।বৃহস্পতিবার আস্থা ভোট  সম্পন্ন হওয়ার পরেই এই বিধায়করা উন্মুক্ত আকাশের  পাখি হতে পারবেন ।

প্রথমত যমজ নির্বাচন আসছে ব্যাঙ্গালুরুর আর আর নগর   এবং জয়ানগর কেন্দ্রে , এবং  কংগ্রেসের তরফ থেকে এই দুটো নির্বাচন কেন্দ্রেই কংগ্রেস প্রার্থীকে জয়ী করার শপথ নেওয়া হয়েছে , তার মানে জেডিএসের ওপর একটা চাপ রইল কংগ্রেস প্রার্থীদের নিঃশর্ত সমর্থন করার ।এই নির্বাচনের ওপরই মানুষের মন বোঝা যাবে , বলে মনে করা হচ্ছে ,তারা কি বিজেপিকে চাইছেন  না চাইছেনা   ।ঠিক এই কারণেই বিজেপির তরফ থেকেও এই দুটি কেন্দ্রের নির্বাচনকে অতি গম্ভীর ভাবে নেওয়া হয়েছে ।কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত  কুমার এবং ব সদনন্দ গৌড়াকে দুটি আসনের জন্য ইঞ্চার্জ করা হয়েছে, যাতে বিজেপির ঝুলি তে এই দুটো সিট আসে ।সূত্রের খবর বিজেপি এই দুটি আসন জিততে বদ্ধপরিকর ,আর যদি জিতে যায় তাহলে বিধায়কদের  কয়েক জনকে নিজেদের দিকে টানতে চাইবেই ।

No comments:

Post a Comment

loading...