ওয়েব
ডেস্ক ২২শে মে ২০১৮ :পেট্রল,
ডিজেলের দাম বাড়াতে টুইটে কড়া ভাষায় নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।টুইটের মাধ্যমে মমতা
বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পেট্রোল আর ডিজেলের দাম
বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে সাধারণ মানুষের । এর ফলে
সমস্ত পণ্যের দাম বাড়বে। সাধারণ মানুষ থেকে চাষি , সকলেই এর ফলে সমস্যায়
পড়বেন ।
কারোর নাম
না করে এই ভাবেই মমতা
বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ শানালেন ।
প্রসঙ্গতকর্ণাটক নির্বাচনের পরপরই তেলের দাম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ,কেন্দ্র সরকার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার দোহাই দিচ্ছে । তাই যদি
হয় , তাহলে খেত মজুর থেকে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য এক্সসাইস ডিউটি মকুব করছেনা কেন
কেন্দ্র সরকার ? তারকোনো সদুত্তর অরুন জেটলির কাছ থেকে পাওয়া যায়নি । কর্ণাটক ভোটের
খরচ ঘুরিয়ে মানুষের পকেট থেকেই যে আদায় করার
প্রকল্পনা করে রেখেছে কেন্দ্র সরকার সেটা তাদের আচরণেইপরিষ্কার ।
উল্লেখ্য
কোলকাতাতে পেট্রোলের দাম ৭৬ টাকা ৭৮
পয়সা এবং ডিজেলের দাম ৬৮ টাকা এক
পয়সা , তেল সংস্থাগুলির দাবি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলর দাম বাড়াতে ,প্রতিদিনই কিছু কিছু করে তেলের দাম বাড়াতে হচ্ছে । বিদ্দ্যোজনেদের একাংশের
প্রশ্ন কর্ণাটক নির্বাচনের আগে , তাহলে কেন তেলের দাম বাড়াইনি কেন্দ্র সরকার ? কোনো উত্তর নেই ।
No comments:
Post a Comment