ওয়েব
ডেস্ক ১৯শে মে ২০১৮ : সূত্রের
দাবি অনুসারে কর্ণাটকের আস্থা ভোটের মাত্র
কয়েক ঘন্টা আগে, প্রধানমন্ত্রীর
বিএস ইয়েদুরাপ্পাকে পদত্যাগ করতে বলা হয়েছে যদি তিনি জেতার ব্যাপারে সুনিশ্চিন্ত হতে না পারেন ।
সূত্র আরো দাবি , তিনি ১৩ পৃষ্ঠা
বক্তৃতা প্রস্তুত
করেছেন, যা তিনি আস্থা ভোটের
আগে তুলে
ধরবেন। উল্লেখ্য বিএস ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি আজ এক গুরুত্ব
পূর্ণ আস্থা ভোটের সম্মুখীন হচ্ছে কর্নাটকে সংখ্যাগরিষ্টতা জন্য ।
বিজেপি, কংগ্রেস এবং জেডি-এসের বিধায়কদের শপথ গ্রহণের মধ্যে দিয়ে আজ বিধানসভার অধিবেশন
শুরু হয় । বিএস
ইয়েদুরাপ্পাই প্রথমে শপথ নেন তারপর কংগ্রেস বিধায়ক দলের নেতা ও পূর্ব মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং জনতা দল সেকুলার (জেডিএস) নেতা
এইচডি কুমারস্বামী একের পর এক শপথ
নিতে ওঠেন ।
প্রসঙ্গত
আস্থা ভোটের জন্য ১১২র ম্যাজিক
ফিগার ইয়েদুরাপ্পার চাই । এখনো প্রজন্ত
,ইয়েদুরাপ্পার কাছে ১০৪ আসন রয়েছে , বিজেপির ৭৮ এবং জেডিসির
৩৭টা সিট রয়েছে । একটি
করে আসন গেছে বহুজন সমাজ পার্টি আর কেপিজিপির কাছে
।
No comments:
Post a Comment