ওয়েব ডেস্ক ১লা জুন ২০১৮ : উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা শুক্রবার দাবি করেন যে, রামায়ণের ভগবান সীতা পরীক্ষামূলকভাবে টিউব জন্মেছিলেন , আধুনিক যুগের টেস্ট টিউব বাচ্চাদের মতোই তিনিও টেস্ট টিউব এ জন্মেছিলেন ।
রামায়ণ অনুসারে রাজা জনক ক্ষেতের মধ্যে একটা মাটির হাড়িতে মা সীতাকে পান ।দক্ষতার বিকাশের একটি অনুষ্ঠানে দীনেশ শর্মা ভাষণ দিতে গিয়ে বলেন ," রাজা জনক বাড়ি থেকে কুড়োল নিয়ে গিয়েছিলেন জমিতে , সেখানে খুঁড়ে ,সেই মাটির পাত্রটি পায়, যার মধ্যে ভগবান সীতা ছিলেন ।এতেই প্রমান করে সেকালেও টেস্ট টিউব বাচ্চা জন্মানোর সেই প্রযুক্তি ছিল যেটা আজকের টেস্ট টিউব বাচ্চা প্রযুক্তির সঙ্গে প্রচন্ড মিল "।
এখানেই শেষ না করে হিন্দু পৌরাণিকের সঙ্গে আজকের প্রযুক্তির সমান্তরাল মিল কোথায় কোথায় আছে তারও একটা বর্ণনা দীনেশ শর্মা দেন ।
তার এহেন নিজস্ব মতামতের কোনো প্রতিক্রিয়া সেখানকার শ্রোতাদের কাছে অবশ্য পাওয়া যায়নি ,কিন্তু সবারই একটু অন্য রকম লেগেছে বৈকি ।
রামায়ণ অনুসারে রাজা জনক ক্ষেতের মধ্যে একটা মাটির হাড়িতে মা সীতাকে পান ।দক্ষতার বিকাশের একটি অনুষ্ঠানে দীনেশ শর্মা ভাষণ দিতে গিয়ে বলেন ," রাজা জনক বাড়ি থেকে কুড়োল নিয়ে গিয়েছিলেন জমিতে , সেখানে খুঁড়ে ,সেই মাটির পাত্রটি পায়, যার মধ্যে ভগবান সীতা ছিলেন ।এতেই প্রমান করে সেকালেও টেস্ট টিউব বাচ্চা জন্মানোর সেই প্রযুক্তি ছিল যেটা আজকের টেস্ট টিউব বাচ্চা প্রযুক্তির সঙ্গে প্রচন্ড মিল "।
এখানেই শেষ না করে হিন্দু পৌরাণিকের সঙ্গে আজকের প্রযুক্তির সমান্তরাল মিল কোথায় কোথায় আছে তারও একটা বর্ণনা দীনেশ শর্মা দেন ।
তার এহেন নিজস্ব মতামতের কোনো প্রতিক্রিয়া সেখানকার শ্রোতাদের কাছে অবশ্য পাওয়া যায়নি ,কিন্তু সবারই একটু অন্য রকম লেগেছে বৈকি ।
No comments:
Post a Comment