ওয়েব ডেস্ক ২রা জুন ২০১৮ :এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ নিয়ে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ায় ৷ এ নিয়ে দ্বিতীয়বার এই রকম ঘটনা ঘটল ৷বিজেপি তরফ থেকে এই দুই মৃত্যুকে কেন্দ্রকরে রবিবার পুরুলিয়ায় বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে ৷নবান্নের তরফ থেকে পুলিশ সুপার জয় বিশ্বাসকে বদলি করে ওই জায়গায় আনা হয়েছে আকাশ মাগরিয়াকে ৷
বলরামপুরের ডাভা গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ ,শনিবার সকালে ৷ এই দেহ উদ্ধার করতে গিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়, পুলিশকে ঘিরে চলে ইট বৃষ্টি৷ পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশও৷ প্রায় সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার হয় দুলাল কুমারের দেহ৷
ত্রিলোচন মাহাতো নামে আর একজন বিজেপি কর্মীর সেই একই ভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৩০ মে বলরামপুরেরই সুপুডি গ্রামে ৷নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ,যদিও বিজেপির তরফ থেকে সিবিআই তদন্তের প্রতি আস্থা beshi ,বলে জানানো হয়েছে ৷এ বিষয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘রাজ্যই ঠিক করবে সিবিআই দেওয়া হবে কি না৷’’
বলরামপুরের ডাভা গ্রামে উদ্ধার হয় বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ ,শনিবার সকালে ৷ এই দেহ উদ্ধার করতে গিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়, পুলিশকে ঘিরে চলে ইট বৃষ্টি৷ পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশও৷ প্রায় সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার হয় দুলাল কুমারের দেহ৷
ত্রিলোচন মাহাতো নামে আর একজন বিজেপি কর্মীর সেই একই ভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৩০ মে বলরামপুরেরই সুপুডি গ্রামে ৷নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ,যদিও বিজেপির তরফ থেকে সিবিআই তদন্তের প্রতি আস্থা beshi ,বলে জানানো হয়েছে ৷এ বিষয়ে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘রাজ্যই ঠিক করবে সিবিআই দেওয়া হবে কি না৷’’
No comments:
Post a Comment