Monday, 18 June 2018

মোদী ছেড়ে হটাৎ রামদেবের বাবার মুখে রাহুল গান্ধীর প্রশংসা

ওয়েব ডেস্ক ১৮ই জুন ২০১৮ : বিজেপি সঙ্গে তার যে একটা গভীর বন্ধুত্বের বধূও আছে সে বিষয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই । কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধী যে তার সাথে সখ্যাতি বজায় রেখে চলেন ,সেটা নিজের মুখেই স্বীকার করলেন বাবা রামদেব । সবাইকে অবাক করে দিয়ে তিনি এও বলেন সোনিয়া গান্ধীও প্রতিদিন যোগাসন  করেন ।সর্বভারতীয় সংবাদমাধ্যম আয়োজিত এক অনুষ্টানে তিনি বলেন রাহুল গান্ধীর সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ।২০১৫ সালে, মোদি সরকারের প্রথম বর্ষপূর্তির সময়ও রাহুলের মুক্তকণ্ঠে প্রশংসা করেছিলেন রামদেব। বলেছিলেন, ‘বিজেপি নেতাদের মধ্যে হামবড়াই ভাব বেশি। রাহুল তাঁর যোগ্য নেতৃত্বের মাধ্যমে কংগ্রেসের মরা গাঙে জোয়ার এনেছেন।’ তবে রবিবার রাহুলের পাশাপাশি মোদিরও তোষামোদ শোনা গেছে রামদেবের গলায়।

তার এহেন বক্তব্যে বিদ্দ্যোজনেদের একাংশের মত তাহলে ২০১৯ এর কথা মাথায় রেখেই কি দু নৌকায় পা দিয়ে চলছেন , রামদেব বাবা ?তা সময়ই বলবে ।

চিত্র :- প্রতীকী 

No comments:

Post a Comment

loading...