Friday, 8 June 2018

এপিজে আব্দুল কালামের দেখানো পথে পা মেলাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কবিন্ড

ওয়েব ডেস্ক ৮ই জুন ২০১৮ : এপিজে আব্দুল কালামের পথেই হাটতে শুরু করলেন রাষ্ট্রপতি রামনাথ কবিন্ড ৷ নিজের মতাদর্শকে সন্মান জানিয়ে করদাতাদের   পয়সায় ইফতার না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷জুলাই ২০১৭ তে মসনদে বসার পর  গত বছরে দীপাবলি , এবং খ্রীষ্টমাস ও উৎযাপন করেননি তিনি ৷ তার অফিস থেকে এই কথা আগাম জানিয়ে দেওয়া হয়েছিল ৷ তবে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে কেউ যদি বাস করে তাহলে তার জন্য এই সীমাবদ্ধতা  নেই ৷ সে তার নিজের ঘরে ভেতরে উৎসব উৎযাপন করতেই পারে ৷ 


এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হওয়ার পর , তিনিই প্রথম এই নিয়ম চালু করেছিলেন , কারণ তিনি চাইতেননা করদাতাদের টাকায় ইফতার পার্টি হোক রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গনে , যদিও মসজিদে গিয়ে তিনি অভিনন্দন জানাতে ভুলতেন না ৷ গত দীপাবলিতেও রাষ্ট্রপতি ভবনে কোন অনুষ্টান হয়নি ,শুধু বিভিন্ন রঙের  এলইডি লাইট দিয়ে রাষ্ট্রপতি ভবনটিকে সুসজ্জিত করা হয়েছিল ৷ খৃস্টমাসের সময়ও চিরাচরিত গানবাজনা থেকে রাষ্ট্রপতি ভবন কে বিরত থাকতে দেখা গেছে  ৷ 
তবে কালাম সাহেবের পরে শ্রীমতি প্রতিভা পাতিল উৎসব যাপন আরম্ভ করলেও ,২৬/১১ মুম্বাইয়ে আতঙ্কবাদীর হামলার পর খ্রীষ্টমাস উদযাপন বন্ধ রাখেন  ৷ 

No comments:

Post a Comment

loading...