Monday, 18 June 2018

সিপিএম নেতার ডাকা সালিশি সভায় , তৃণমূল কর্মীকে কোপানো হল জয়নগরে

ওয়েব ডেস্ক ১৮ই জুন  ২০১৮ :সিপিএম নেতার ডাকা সালিশি সভায় , তৃণমূল কংগ্রেসের এক কর্মী এবং তার আত্মীয়কে কোপানোর অভিযোগ উঠল ।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার দক্ষিণ বারাসাতের রায়নগর গ্রামের , সেখানে জমি সংক্রান্ত বিবাদ চলছিল , আসিফ মোল্লার সাথে তার প্রতিবেশী মাসুদ মোল্লার ।এই বিবাদ মেটানোর জন্য , সিপিএম নেতা শাহ আলম লস্করের ডাকে , এক সালিশি  সভার আয়োজন করা হয় , যেখানে আসিফ এবং মাসুদ মোল্লা যোগ দেয়  ।সালিশি সভা চলাকালীন সিপিএম নেতার সামনেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় , যেটা পরিণত হয় হাতাহাতিতে । এরই মধ্যে আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় , তার এক আত্মীয়কেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো  হয় ।
দুজনকেই আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ।
ঘটনাটি পুলিশের নজরে আনা হয়েছে , অভিযুক্তদের নামে অভিযোগ ও দায়ের করা হয়েছে , যদিও অভিযুক্তরা সব ফেরার । প্রসঙ্গত স্থানীয় সিপিএমের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । 

No comments:

Post a Comment

loading...