Thursday, 28 June 2018

একনোবিষ্ট সৈনিক হিসেবে পরিচিত ৫ জন তৃণমূল নেতা সহ ৬ জনের প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

ওয়েবডেস্ক ২৮শে জুন ২০১৮ :তৃণমূলের একনোবিষ্ট সৈনিক হিসেবে পরিচিত ৬টি তাজা প্রাণ বুধবার ভোর পাঁচটায় এক সড়ক র্দুঘটনায় মারা গেল । ঘটনাটি ঘটেছে দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানার লোকাল বোর্ডে ।কাঁথি মহকুমা সূত্রে খবর ১৩৫ জনের একটি দল  , দু বাসে এবং দু টি ছোট গাড়িতে  দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মুশিদাবাদের কান্দি থেকে মঙ্গলবার পৌনে ১০টার সময় । পাঁচজন তৃণমূল নেতা ,এবং একজন সক্রিয় তৃণমূল কর্মী তারা আগেই আসছিলেন হোটেল বুক করার উদ্দশ্যে ।

মারিশদার লোকাল বোর্ডের কাছে হাওড়াগামী রাধাগোবিন্দ নামক একটি বাস সামনে থাকা একটি লরিকে ওভারটেক করে যাওয়ার সময় উল্টোদিক থেকে আশা তৃণমূল নেতাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে । দুটো গাড়ি তীব্রগতিতে থাকার কারণে  দুদিকে ছিটকে যায়। যাত্রীবাহী গাড়ির সামনের অংশ কার্যত দুমড়ে–মুচড়ে যায়। সামনের সেই দোমড়ানো অংশের মধ্যে আটকে পড়েন চালক–সহ ৪ জন। পিছনে আটকে পড়েন আরও ২ জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। পিছনের সিটে গুরুতর জখম একজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির।পুলিস সূত্রে খবর , দুর্ঘটনায় মৃতরা হলেন কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ হায়দার আলি (৪৬),পূর্ত কর্মাধ্যক্ষ মহঃ কালাম শেখ (৫২), পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য দেবসাগর দে (৪২), পঞ্চায়েত সদস্য সমরনাথ ঘোষ (৪৬),পুরন্দরপুর অঞ্চল তৃণমূলের সভাপতি অসিত দাস (৫৪) এবং তাঁদের গাড়ির চালক প্রদীপ দাস (৩৩)। মৃত ৬ জনই কান্দির বাসিন্দা। অসিত দাস বাদে বাকি ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।  খবর চাউর হতেই  এদিন কাঁথি হাসপাতালে আসেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথির পুরপিতা সৌমেন্দু অধিকারী, মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য, অতিরিক্ত পুলিস সুপার, মহকুমা পুলিস আধিকারিকেরা।তাদের তত্ত্বাবধানে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয় । প্রথমে  স্থানীয় লোকেরাই উদ্ধার কাজে হাত লাগান , তার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় । 

তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল"

No comments:

Post a Comment

loading...