ওয়েব ডেস্ক ২০শে জুলাই ২০১৮ : বিগত পাঁচ বছরে নরেন্দ্র মোদীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে বিরোধীদের কাছ থেকে । কিন্তু কস্মিনকালেও মনে পড়ছেনা কেউ পূর্বের কোনো প্রধানমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছেন । এই অঘটনটাই ঘটিয়ে ছাড়লেন বিত্তশালী টিডিপি সাংসদ জয়দেব গল্লা । শুক্রবার সকালে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা শুরুই হয় জয়দেব গল্লার ভাষণের মধ্যে দিয়ে। যদিও তেলুগু দেশম পার্টির পক্ষে প্রস্তাবক ছিলেন তাঁর দলের সাংসদ কাশিনেনি শ্রীনিবাসন। কিন্তু টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু শুরু করতে বলেন গল্লাকেই।

সেই মতো এ দিন শুরুতেই বলতে ওঠেন তিনি। দলের জন্য নির্ধারিত সময় ছিল ১৩ মিনিট। কিন্তু নির্ধারিত সময় শেষের পরেও প্রথম বারের ওই সাংসদ দাবি করেন, তাঁর আরও অন্তত আধ ঘণ্টা লাগবে। সেই আর্জি মঞ্জুরও করেন স্পিকার সুমিত্রা মহাজন। প্রথম সুযোগেই গল্লা এই ভাবে বাজিমাত করবেন স্বয়ং টিডিপি সুপ্রিমোও ভাবতে পারেননি ।অন্ধ্র প্রদেশকে স্পেশাল স্টেটাস দেয়ার দাবিকে সামনে রেখেছে ওমর রাজা গ্রূপের মালিক প্রধানমন্ত্রীকে তুলোধোনা করেন ।তিনি বলেন, ‘‘অন্ধ্রকে বরাবর বঞ্চনা করেছে কেন্দ্র। কংগ্রেস, বিজেপি কেউ প্রতিশ্রুতি রাখেনি। রাজ্যবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর মোদী সরকার শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাই নয়, অন্ধ্রবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’’
নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে এবং তথ্যপ্রমানের সাহায্যে ৭০০ কোটি টাকার মালিক বলেন তেলেঙ্গানা হওয়ার পর বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অন্ধ্রপ্রদেশকে , শুধু তাই নয় পাল্লা দিয়ে বেড়েছে ঋণের বোঝা ।এ ক্ষেত্রে স্পেশাল স্টেটাস না দিলেই নয় , যদিও ২০১৬ থেকে স্পেশাল স্ট্যাটাসের দাবি করে আসছে টিডিপি , এবং কেন্দ্র প্রতিস্তুতি দেওয়া সত্ত্বেও , এখন প্রজন্ত তা রাখেনি ।অর্থ মন্ত্রকের সুপারিশ করেছিল একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হবে , গল্লা অভিযোগ করেন প্রধানমন্ত্রীকে , সেটাও এখনো আসেনি ।
এর পরই গল্লা তার বক্তব্যের তরুপের তাস টি খেলেন , তিনি বলেন ‘মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি যদি প্রতিশ্রুতি না রাখেন, তা হলে অন্ধ্রপ্রদেশে বিজেপি শেষ হয়ে যাবে। এটা হুমকি নয়, অভিশাপ।’’

সেই মতো এ দিন শুরুতেই বলতে ওঠেন তিনি। দলের জন্য নির্ধারিত সময় ছিল ১৩ মিনিট। কিন্তু নির্ধারিত সময় শেষের পরেও প্রথম বারের ওই সাংসদ দাবি করেন, তাঁর আরও অন্তত আধ ঘণ্টা লাগবে। সেই আর্জি মঞ্জুরও করেন স্পিকার সুমিত্রা মহাজন। প্রথম সুযোগেই গল্লা এই ভাবে বাজিমাত করবেন স্বয়ং টিডিপি সুপ্রিমোও ভাবতে পারেননি ।অন্ধ্র প্রদেশকে স্পেশাল স্টেটাস দেয়ার দাবিকে সামনে রেখেছে ওমর রাজা গ্রূপের মালিক প্রধানমন্ত্রীকে তুলোধোনা করেন ।তিনি বলেন, ‘‘অন্ধ্রকে বরাবর বঞ্চনা করেছে কেন্দ্র। কংগ্রেস, বিজেপি কেউ প্রতিশ্রুতি রাখেনি। রাজ্যবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর মোদী সরকার শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাই নয়, অন্ধ্রবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’’
নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে এবং তথ্যপ্রমানের সাহায্যে ৭০০ কোটি টাকার মালিক বলেন তেলেঙ্গানা হওয়ার পর বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অন্ধ্রপ্রদেশকে , শুধু তাই নয় পাল্লা দিয়ে বেড়েছে ঋণের বোঝা ।এ ক্ষেত্রে স্পেশাল স্টেটাস না দিলেই নয় , যদিও ২০১৬ থেকে স্পেশাল স্ট্যাটাসের দাবি করে আসছে টিডিপি , এবং কেন্দ্র প্রতিস্তুতি দেওয়া সত্ত্বেও , এখন প্রজন্ত তা রাখেনি ।অর্থ মন্ত্রকের সুপারিশ করেছিল একটা স্পেশাল প্যাকেজ দেওয়া হবে , গল্লা অভিযোগ করেন প্রধানমন্ত্রীকে , সেটাও এখনো আসেনি ।
এর পরই গল্লা তার বক্তব্যের তরুপের তাস টি খেলেন , তিনি বলেন ‘মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি যদি প্রতিশ্রুতি না রাখেন, তা হলে অন্ধ্রপ্রদেশে বিজেপি শেষ হয়ে যাবে। এটা হুমকি নয়, অভিশাপ।’’
No comments:
Post a Comment