ওয়েব ডেস্ক ১৯শে জুলাই ২০১৮ : বিজেপি শাসিত অসমে , বাঙালিদের ওপর নির্যাতন অব্যাহত রেখেছে অসম সরকার । পশ্চিম বাংলা থেকে ‘ইউনাইটেড এগেইনস্ট হেট’ সংগঠনের এক প্রতিনিধি দল অসমে গিয়েছিলো , সেই ‘ইউনাইটেড এগেইনস্ট হেট’ এর প্রতিনিধি দল গত বুধবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের অভিযোগ করেন অসমে বাংলা ভাষী গরিব হিন্দু ও মুসলমানদের বিদেশী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে ‘।প্রেস ক্লাবের বৈঠকে উপস্থিত ছিলেন নাদিম খান, দেবাশিস আইচ এবং অমিত সেনগুপ্ত। তাঁদের যেই প্রতিনিধিদলটি অসমের গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, বারপেটা এবং কোঁকড়াঝাড়ে যান। তাঁরা দেখেছেন বাংলা ভাষাভাষী হিন্দু ও মুসলমানরা মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন ক্রমাগত ।
এঁদের মধ্যে অনেকে সরকারি চাকরি করেছেন, অবসর নিয়েছেন, পেনশনও পাচ্ছেন। বহু বছর ধরে এঁরা রয়েছেন অসমে। তবুও তাদের বিদেশী বলা হচ্ছে , এই গোটা বিষয় নিয়ে তাঁরা একটি রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্ট এদিন সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়। এই রিপোর্টের মুখবন্ধ লিখেছেন প্রাক্তন আইজি এস আর দারাপুরি। অমিতবাবু বলেন, প্রায় ১০০টি ‘ফরেনার ট্রাইব্যুনাল’ করা হয়েছে। অথচ হাজার হাজার মানুষ নোটিস পাচ্ছেন না। ‘ডি ভোটার’ পুরোপুরি বেআইনি ও সংবিধান–বহির্ভূত।৩০ জুলাই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) একটা রিপোর্ট দেবে। ইতিমধ্যেই মামলা–মোকদ্দমা হয়েছে এই নিয়ে । ইউনাইটেড এগেইনস্ট হেট’ এর দাবি, গরিব বাঙালি হিন্দু ও মুসলিমরা যাতে নির্ভয়ে অসমে থাকতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত অসম সরকারের। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রফুল্ল মহান্তর সঙ্গেও কথা বলে জানা গেছে , তারাও খুব উদ্বিগ্ন ।
তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "
No comments:
Post a Comment