Wednesday, 4 July 2018

বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে , মেয়েদের অন্তর্বাসের রং ঠিক করে দিল স্কুল কতৃপক্ষ

ওয়েব ডেস্ক ৪টা জুলাই ২০১৮ :ঈশ্বরের একটা অমূল্য উপহার হল নারীজাতি আর সেই নারী জাতির অন্তর্বাস কি রঙের হবে  সেটাও কি এবার ঠিক করে দেবে বিজেপি শাসিত রাজ্যের কোনও স্কুল ?এমনি ঘৃণ্য , কুরুচিকর ঘটনা ঘটেছে পুনের একটি নামি স্কুলে ।এখানেই শেষ নয় , অভিভাবকদের কাছ থেকে এর সম্মতিও আদায় করে নেওয়া হয়েছে ,এবং ইটা বলা হয়েছে এই বিধি নিষেধ না মানলে স্কুল কঠোর সিদ্ধান্ত নিতে পারবে ।


সাদা বা স্কিন রঙের অন্তর্বাসই পড়তে পারবে মেয়েরা ,ঠিক এই রকম নির্দেশিকায় বিশ্বশান্তি গুরুকুল তরফ থেকে দেওয়া হয়েছে ।
এই ঘটনার তীব্র সমালোচনা করে ,অভিভাভকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় , তখন স্কুলের তরফ থেকে কারণ দর্শানো হয় , মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।পূর্বেও , একটা ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের সাথে স্কুল কতৃপক্ষের বচসা হয়েছিল ,সেটা হল কোন ক্লাস কখন ওয়াশরুমে যাবে তা ঠিক করে দিয়েছিলো স্কুল কতৃপক্ষ ।কিন্তু বিক্ষোভ দেখিয়েও কিছুই হয়নি ,এবার এই নতুন ঝামেলার উদ্ঘাটন হলো ,এবং এ নিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে অভিযোগ জানিয়েছে ।

No comments:

Post a Comment

loading...