Thursday, 19 July 2018

সংস্কার করার বদলে ১৮০ বছরের পুরোনো নবাব শওকত মহল ভেঙে ফেলবে , বিজেপি শাসিত মধ্য প্রদেশ সরকার ।

ওয়েব ডেস্ক ১৯শে জুলাই ২০১৮ : মধ্যপ্রদেশের বিজেপি সরকার কি ভুলে গেছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ ? এখন এই কথাটাই সবার মুখে মুখে , কারণ ভোপালে অবস্থিত  ১৮০ বছরের প্রাচীন নবাব শওকত মহল  মাটিতে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল । কেন এই সিদ্ধান্ত ? ১৮৩০ সালে ভোপালের প্রথম মহিলা শাসক সিকান্দার জাহান বেগমে নিজের বিয়ের উপহার স্বরূপ এই মহলটি পান । বর্তমানে মহলটির খুবই জীর্ণ অবস্থা , কয়েকদিন আগেই মহলের ভেতরকার একটি চাই ভেঙে পরে ,এতেই মধ্যপ্রদেশ সরকার আতঙ্কিত হয়ে সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল ।

Image result for pics of nawab shaukat mahal

সূত্রের খবর স্থানীয় সরকারি কতৃপক্ষের চূড়ান্ত অবহেলার জন্য  ঐতিহাসিক এই মহলটি অস্তিত্ব শেষ হতে চলেছে ।বিদ্যজনেদের একাংশের মত ,যে দেশে আই .আই টির মতো শিখ্যা প্রতিষ্ঠান আছে সেখানে মহলটি কি গুড়িয়েই ফেলতে হবে ? সংস্কার কি করাই যাবে না ? সংস্কার করলে একটা দারুন টুরিস্ট স্পট হতো বলে মনে করেন বিদ্যজনেদের একাংশ ।প্রসঙ্গত দীর্ঘদিনের অবহেলায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মহলের কাঠামো যে কোনও মুহূর্তে ধসে পড়তে পারে। এই মহলটি দীর্ঘ দিন পর্যটকদের কাছে এবং আলোকচিত্রীদের কাছে দর্শনীয় জায়গা ছিল , তাহলে কেন রক্ষনা বেক্ষনে বিজেপি সরকার মনন দেয়নি ? বিদ্যজনেদের এই প্রশ্নের সরকারি ভাবে কোনো উত্তর পাওয়া যায়নি ।  তবে মহলের একটা বোরো চাই ভেঙে পড়াতে , সরকারি তরফ থেকে ভেঙে ফেলার জন্য সময় একেবারেই নষ্ট করা হয়নি ।

No comments:

Post a Comment

loading...