Tuesday, 3 July 2018

সুপ্রিম কোর্টের কড়া বার্তা , গো রক্ষা নামে হিংসা বরদাস্ত কড়া যাবেনা

ওয়েব ডেস্ক ৩ রা জুলাই ২০১৮ :সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র আজ জানিয়ে দিয়েছেন গোরক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ টানা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তা-ই নয়, কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সে দিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতেঅ বলা হয়েছে ৷ এর মকন জাতি বা ধর্মের নাম কোনো ভাবেই টানা যাবেনা ৷

গোরক্ষা নিয়ে যেরকম হিংসার খবর কিছুদিন পরপরই সংবাদমাধ্যমের শিরোনামে আসছিলো তার  নিষ্পত্তি চেয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা করেন তুষার গাঁধী নামের জনৈক ব্যক্তি। এ ছাড়াও কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালাও এই একই কারণে  আবেদন পেশ করেন। ৩ জুলাই, মঙ্গলবার সেই আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র এ কথা জানিয়ে বলেন, "কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।"
২০১৭ সালে ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্র শাসিত অঞ্চলকে কর নির্দেশ দিয়েছিলো সুপ্রিম কোর্ট ,যে গো রক্ষা নামে কোনো ভাবেই  সাম্প্রদায়িক হিংসা ছড়ানো আটকাতে হবে ।’এর জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ।’

No comments:

Post a Comment

loading...