Sunday, 8 July 2018

ওমর আব্দুল্লাহ সরাসরি ঘোড়া কেনাবেচার অভিযোগ আনলেন বিজেপির বিরুদ্ধে

ওয়েবডেস্ক ৮ই জুলাই ২০১৮ : গত মাসে জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি সরকার পতনের পর, সূত্রের খবর অনুসারে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জম্মু ও কাশ্মীরে  সরকার গঠন করার জন্য মরিয়া হয়ে উঠেছে  ,এমনই অভিযোগ করলেন ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা অমর আবদুল্লা।প্রসঙ্গত গত জুন মাসে পিডিপির থেকে সমর্থন তুলে নিয়ে বিজেপি সরকার ফেলে দেয় ।
তবে রাজনৈতিক  বিশ্লেষকরা মনে করছেন সে রকম কোনো প্রচেষ্টা করলেই উত্তপ্ত জম্মু কাশ্মীরে নতুন করে হিংসা ছড়াবে ,এবং সেই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে ।বিশ্লেষকদের অনুমান ছিল  পিডিপির মধ্যে যদি ভাঙ্গন ধরে সে ক্ষেত্রে , ভাঙ্গনের একটা অংশ ,হয় ন্যাশনাল কনফারেন্স ,নয় বিজেপি, না হয় কংগ্রেসের সঙ্গে যোগ দেবে ,কিন্তু সেটা হয়নি ।ওমর আব্দুল্লাহ অভিযোগ করেছেন পিডিপির কিছু বিধায়ক বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে চলছে , শুধু তাই নয় ,আগামী ২০১৯ লোকসভা নির্বাচনে বিরোধী দল ভাঙিয়ে সরকার গোড়ার লক্ষ্যে এগোচ্ছে বিজেপি । 

No comments:

Post a Comment

loading...