Saturday, 14 July 2018

আলোরানী সরকারের নেতৃত্বে ২১শে জুলাই এর প্রস্তুতি সভায় ,ব্যাপক সাফল্য

ওয়েব ডেস্ক ১৪ ই জুলাই ২০১৮ :জনগণের কাছের মানুষ, কাজের মানুষ এবং লড়াকু নেত্রী  হিসেবে পরিচিত ,বীজপুরের আলোরাণী সরকারের নেতৃত্বে গতকাল সন্ধ্যে ৬ ঘটিকায় কাঁচরাপাড়ার ৫ নো.ওয়ার্ডে  যেই প্রস্তুতি সভা ও একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল তা ব্যাপক সাফল্য পায়  ৷


২১ জুলাই এর কথা মাথায় রেখেই ,এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল  ৷ অনুষ্টানে উপস্থিত ছিলেন  কাঁচরাপাড়া ও হালিশহরের পৌরসভার প্রৌর প্রধান  সুদামা রায় ,উপ প্রৌঢ় প্রধান মাখন সিনহা , অলোকময় লাহিড়ী হালিশহর প্রৌর সভার প্রৌর প্রধান  অংশুমান রায় এবং সকল কাউন্সিলর ও তৃণমূল কর্মীবৃন্দ ৷ অনুষ্টানে সংবর্ধনা প্রদান করা হয়  বীজপুরের যুব কনভেনর সুজিত দাস মহাশয়কে ,তিনি  সকলকে ২১শে জুলাই ধর্মতলায় যেতে সবাইকে আহ্বান জানান  ৷অঞ্চলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনার মধ্যে দিয়ে তাদের উৎসাহিতও  করা হয় এই অনুষ্টানে   ৷প্রসঙ্গত নুতুন প্রজন্মের কাছে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন শ্রীমতি আলোরাণী সরকার ৷ সবথেকে বড় মানুষ তাকে ভালোবাসে  ৷

No comments:

Post a Comment

loading...