Sunday, 12 August 2018

মুজাফ্ফরপুরের ধর্ষণকাণ্ডের অভিযুক্তের কাছ থেকে নেতা মন্ত্রীদের ফোন নম্বর উদ্ধার করল বিহার পুলিশ

ওয়েব ডেস্ক ১২ই অগাস্ট ২০১৮ :  বিজেপি শাসিত বিহারের মুজাফ্ফরপুরের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের কাছ থেকে ৪০ টি মোবাইল ফোন নম্বর উদ্ধার করে আলোড়ন ফেলে দিলো বিহার সরকার । সূত্রের খবর অনুসারে , নামি লোকেদের নাম যেমন আছে , সেরকম নেতা মন্ত্রীদের নামও রয়েছে ।

বর্তমানে মুজাফ্ফরপুর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন তিনি ,তার মধ্যেও কি করে তিনি ৪০ ফোন নম্বর লিখলেন এবং কথার থেকেই বা পেন পেলেন কাগজ পেলেন , এনিয়েও  প্রশ্ন উঠেছে ।পুলিশ সূত্রে খবর, বন্দীদের সাথে দেখা করার জন্য তাদের পরিবারের লোকজন জেলের যে জায়গায় আসেন সেখানে তারা ব্রজেশ ঠাকুরকে দেখতে পান। এবং ব্রজেশ ঠাকুর কাছ থেকে পুলিশ দুটি হাতে লেখা কাগজ উদ্ধার করে। সেই কাগজে তাদের বিরুদ্ধে থাকা এমন চল্লিশ জনের মোবাইল নম্বর উদ্ধার করেন তারা।পাশাপাশি,জেলাশাসকের অফিস সূত্রে খবর, এই দু’পাতার চল্লিশটি নম্বরের মধ্যে মন্ত্রী থেকে বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তির নাম রয়েছে। শনিবার রাজ্যের প্রায় এক ডজন জেলে হানা দিয়ে বিহার পুলিশ বন্দীদের কাছ থেকে বেশকিছু আপত্তিকর দ্রব্য উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর অনুসারে জুন মাসের  ২ তারিখে ব্রজেশ প্যাটেল গ্রেফতার হওয়ার পর , তিনি নানা শারীরিক অসুস্থতার অছিলায় সেন্ট্রাল যেই থেকে অনন্ত্র থাকার চেষ্টা করেছেন , এবং সফলও হয়েছেন ।তবে এই ৪০ টি নম্বর যেটা উদ্ধার হয়েছে , সেটা যে পুলিশের হাতে তরুপের তাস এসে পড়েছে , সূত্রের এমনটাই দাবি ।তথ্য কৃতজ্ঞতা স্বীকার কলকাতা ২৪ * ৭ 

No comments:

Post a Comment

loading...