Tuesday, 21 August 2018

সিধুর মাথার দাম ধার্য্য করে কোন যুগের কথা মনে করালো বজ্রং দল ?

ওয়েব ডেস্ক ২১শে অগাস্ট ২০১৮ : এটা কি মধ্য যুগীয় বর্বরতা ? না অন্য কিছু ? আগে সেটাই ঠিক করা দরকার বজ্রং দলের , ঠিক এই মতামতটাই  পেশ করলেন বিদ্যজনেদের একাংশ ৷ প্রসঙ্গত নভজোত সিংহ সিধুর পাকিস্তান যাওয়া নিয়ে জলঘোলা হতে হতে বজ্রং দল তার মাথার দাম   ৫ লক্ষ্য টাকা ধার্য্য করে বসল   ৷

মনে করিয়ে দিলো আয়াতোল্লাহ খোমেনীর কথা যিনি ফতোয়া জারি করেছিল ,বিতর্কিত লেখক সালমান রুশদিকে মারবার জন্য  ৷ বিদ্যজনেদের একাংশের মত এরকম মধ্য যুগীয় বর্বরতা না দেখাতেও  পারতো বজ্রং দল  ৷ গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের তখতে বসেন ইমরান খান৷ শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তিন ক্রিকেটার বন্ধু, সুনীল গাভাসকর, কপিল দেব ও নভজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান৷ প্রথম দু’জন না গেলেও, ‘পরম বন্ধু’ ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যান পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিধু৷ সেখানে পাক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার এবং সমগ্র অনুষ্ঠানে তিনি বসে থাকেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে৷ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ বিভিন্ন স্থানে পোড়ানো হয় সিধুর কুশপুতুল৷ আক্রমণ নেমে আসে বিভিন্ন দিক থেকে৷ তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলাও৷
যদিও এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সিধু কসুর  করছেননা, তিনি এমনও ব্যাখ্যা দিয়েছেন পরিস্থিতি  অনুযায়ী যেটা তার বলার মনে হয়েছে তিনি তাই বলেছেন  , কিন্তু এতো সহজে বজ্রং দল ব্যাপারটা মিটিয়ে নেবে সেটা তাদের শারীরিক ভাষা থেকে মনে হচ্ছেনা ৷ অতএব সমস্যা বাড়ছেই ৷তথ্য কৃতজ্ঞতা স্বীকার "সংবাদ প্রতিদিন "

No comments:

Post a Comment

loading...