Friday, 24 August 2018

সাম্প্রদায়িক শব্দটা ভুলে গিয়ে ,বিজেপির হাত ধরে শুভেন্দুর গড়ে হানা দিল সিপিএম ,নিন্দার ঝড় সর্বত্রই

ওয়েব ডেস্ক ২৪ শে অগাস্ট ২০১৮ :দীর্ঘদিন ধরে আলিমুদ্দিন বলে আসছে বিজেপি সাম্প্রদায়িক দল , এবার সেই বিজেপির সঙ্গে জোট করে শুভেন্দু অধিকারীর গড়ে হানা দিল সেই সিপিএম , সঙ্গত কারণেই প্রশ্ন আসে আলিমুদ্দিনকে অদেয়কি কোনো মানুষের গুরুত্ব দেওয়া উচিত ।আর গুরুত্ব কেউ যদি দেয়ও তাহলে সেটা মূর্খের পরিচয় হবেনা তো ?বিদ্যজনেদের একাংশের এই প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি , হয়তো যাবেওনা ।ঘটনাটি এই রকম ,পূর্ব মেদিনীপুরের রামনগরে তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতে সিপিএমকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করল বিজেপি। এমনকী বেশি আসনে জিতেও তারা পঞ্চায়েত প্রধানের পদ ছেড়ে দিল সিপিএমের একমাত্র সদস্যকে। উপপ্রধানের পদ পেলেন নির্দল প্রার্থী। মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলকে রুখে বিশেষ বার্তা দিল বিজেপি।পূর্ব মেদিনীপুরের রামনগরের তালগাছাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে শুক্রবার। দফায় দফায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হয় সিপিএম ও বিজেপির। বিশাল পুলিশ মোতায়েন করে শেষপর্যন্ত বোর্ড গঠন সম্পন্ন হয়। এদিন সুপ্রিম কোর্টে পঞ্চায়েতের রায়ে বিরাট জয়ের দিনেও তৃণমূলের হার হল বিজেপি-সিপিএম-নির্দল জোটের কাছে।এই সেই দিনও মহম্মদ সেলিম ইলেকট্রনিক মিডিয়াতে বলছিলেন তৃণমূল বিজেপি ঘোলা জলে মাছ ধরতে গেছে , তাই যদি হয় তাহলে সিপিএমও সাম্প্রদায়িক দল ,কেউ যদি বলে তাহলে সে কি খুব ভুল বলবে ? বিদ্যজনেদের একাংশের এটাও প্রশ্ন ।এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ১৩টি। যার মধ্যে তৃণমূল পায় ৬টি আসন। বিজেপির দখলে যায় চারটি, সিপিএম ১টি ও নির্দল ২টি আসন পায়। বিজেপি দাবি করে, বিরোধীরা একজোট রয়েছে, তাদেরই বোর্ড গঠনের সুযোগ দেওয়া হোক। সেইমতো ১৩ সদস্যের পঞ্চায়েতে বিরোধী জোটই সংখ্যাগরিষ্ঠ হয়। এবং বোর্ড গঠন করে সিপিএম-বিজেপি-নির্দলের মিলিত শক্তি।রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এলাকায় গেলে তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনি দাবি করেন, তাঁর চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের হস্তক্ষেপেই শুরু হয় বোর্ড গঠন প্রক্রিয়া।মানুষের প্রশ্ন করতে শুরু করেছে , আলিমুদ্দিন যেই সিদ্ধান্তই নিক না কেন , সেটাই সঠিক , সে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাধার ব্যাপারই হোক না কেন , তখন আর সিপিএমের রাজনৈতিক ব্যক্তিত্বদের মনে হয়না , বিজেপি সাম্প্রদায়িক ।

তথ্য কৃতজ্ঞতা স্বীকার "ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি "

No comments:

Post a Comment

loading...