Monday, 27 August 2018

গরুর অভিশাপেই কেরলে এই ভয়াবহ বন্যা বলে মনে করেন এই বিজেপি নেতা ,পড়ুন

ওয়েব ডেস্ক ২৭শে অগাস্ট ২০১৮ :স্বাধীন ভারতের সবারই নিজের মত প্রকাশ করার অধিকার আছে , সে মত কারুর ভালো লাগতে পারে অথবা নেটিজেন্সদের বিনা পয়সায় হাসির উপাদান হতে পারে , তবে বিজেপির এই বিধায়কের কথায় মুখের পক্ষে ভালোই যে ব্যাম (হাসি ) হয়েছে সেটা বলাই বাহুল্য । কর্নাটকের বিজয়পুরার বিজেপি বিধায়ক বসনগৌড়া পাটিল যৎনাল‌ বলেন, ‘‌গো হত্যা করে হিন্দু সমাজের মনে আঘাত দিয়েছে কেরল।


কারও মনে আঘাত দিলে ফল ভুগতে হয়। কেরলে প্রকাশ্যে গরু কাটা হত। তাই বছর ঘুরতে না ঘুরতেই এই বন্যা দেখল কেরল। যারাই হিন্দু ধর্মে আঘাত দেবে তারাই এভাবে ফল ভুগবে।’ প্রসঙ্গত, গো হত্যা এবং গো মাংস বিক্রি বন্ধ নিয়ে কেন্দ্রের নির্দেশের বিরোধিতা করে গত বছর কেরল বিধানসভার ক্যান্টিনে গো মাংস ভোজনের উৎসব আয়োজন করেছিলেন বিধায়করা। সেই ঘটনা উল্লেখ করেই এই বিতর্কিত মন্তব্য করেছেন যৎনাল। এদিন যৎনাল আরও বলেছেন, তাঁকে ভোটে জিতিয়েছেন হিন্দুরাই। তাই হিন্দুদের উন্নয়নে তিনি কাজ করে যাবেন।এর আগেও বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন যৎনাল। গত মাসেই তিনি বলেছিলেন তিনি যদি কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে যে সব বুদ্ধিজীবীরা রাজ্যের পক্ষে বিপজ্জনক বলে মনে করেন তিনি তাঁদের গুলি করে খুন করার নির্দেশ দিতেন। বিধানসভা নির্বাচনের পরে তিনি দলীয় কর্মীদের বলেছিলেন, মুসলিমদের হয়ে কোনও কাজ না করতে কারণ তারা বিজেপির জন্য কাজ করেনি ভোটের সময়। একাধিক বার এই বিধায়ক বিতর্কে জড়িয়েছেন তবুও তার সুধরাবার কোনো লক্ষ্যনি দেখা যাচ্ছেনা , না বিজেপির মধ্যে কেউ আছে তাকে সুধরাবার ।তার এহেন মন্তব্যে বিজেপি কতটা অস্বস্তিতে পড়ছে বোঝা না গেলেও ,মানুষের হাসবার জন্য একটা উপাদান পেয়েছে সেটা বলাই যায় ।তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "

No comments:

Post a Comment

loading...