ওয়েব ডেস্ক ৭ই অগাস্ট ,২০১৮ : মাত্র চোদ্দ বছর বয়সে রাজনীতিতে আসা,আর সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে চলে গেলেন ৯৪ বছর বয়সে ,রেখে গেলেন চার পুত্র ও দুই মেয়েকে । সোমবার থেকেই এম .করুণানিধি অর্থাৎ মুথুভেল করুণানিধি যিনি রাজনৈতিক মহলে কলাইগনার বলেই বেশি পরিচিত ,তার অবস্থার অবনতি হওয়া শুরু করে, মঙ্গলবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশেষ ত্যাগ করলেন ।
খবর পাওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাইয়ের বিমান ধরবেন বলে সূত্রের খবর ।গত ১৮ জুলাই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন করুণানিধি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসনালীতে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২৬ জুলাই হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। স্থিতিশীর রয়েছেন ডিএমকে নেতা। কিন্তু সোমবার রাতে জানানো হয়, তাঁর অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুসারে সকালেই করুণানিধির শেষকৃত্য নিয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর সঙ্গে বৈঠক হয় করুণানিধির মেয়ে কানিমোঝি ও দুই ছেলের এম কে আলাগিরি ও এম কে স্টালিনের । মেরিনা বিচেই যে তার শেষ কৃত্য সম্পন্ন হবে সেটা একরকম ওই বৈঠকেই ঠিক হয়ে যায় , সূত্রের এমনটাই দাবি ।এর আগেও দেখা গেছে তামিল রাজনীতি বিদদের সমাধিস্থল মেরিনা বিচেই হয়েছে , স্বয়ং জয়ললিতার সমাধিস্থল ওই মেরিনা বিচেই আছে ।
খবর পাওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাইয়ের বিমান ধরবেন বলে সূত্রের খবর ।গত ১৮ জুলাই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন করুণানিধি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শ্বাসনালীতে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। ২৬ জুলাই হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, মূত্রনালিতে সংক্রমণ হয়েছিল। স্থিতিশীর রয়েছেন ডিএমকে নেতা। কিন্তু সোমবার রাতে জানানো হয়, তাঁর অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সকালে জানানো হয়, ‘অত্যন্ত সঙ্কটজনক’ তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর অনুসারে সকালেই করুণানিধির শেষকৃত্য নিয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর সঙ্গে বৈঠক হয় করুণানিধির মেয়ে কানিমোঝি ও দুই ছেলের এম কে আলাগিরি ও এম কে স্টালিনের । মেরিনা বিচেই যে তার শেষ কৃত্য সম্পন্ন হবে সেটা একরকম ওই বৈঠকেই ঠিক হয়ে যায় , সূত্রের এমনটাই দাবি ।এর আগেও দেখা গেছে তামিল রাজনীতি বিদদের সমাধিস্থল মেরিনা বিচেই হয়েছে , স্বয়ং জয়ললিতার সমাধিস্থল ওই মেরিনা বিচেই আছে ।
No comments:
Post a Comment