Saturday, 4 August 2018

সুপ্রিম কোর্টের ভর্ৎসনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার "মব লিনচিং" বিজেপি শাসিত হরিয়ানায়

ওয়েব ডেস্ক ৪ঠা অগাস্ট ,২০১৮ : সুপ্রিম কোর্টের ভর্ৎসনা সত্ত্বেও "মব লিনচিং " অর্থাৎ  "জনগণের  নিজের হাতে আইন তুলে নেওয়া" র ঘটনাটা বিজেপি শাসিত রাজ্যে ঘটেই চলেছে   । পুলিস সূত্রে খবর, অনুসারে শুক্রবার ভোররাতে হরিয়ানার পালওয়াল জেলার বেহরোলা গ্রামে,কয়েকজন গ্রামবাসী তিন ব্যক্তিকে ওই রাতে  গোয়ালে বাঁধা গরুর দড়ি খুলতে দেখেন। তাঁদের সন্দেহ হয়, ওই তিনজন গরুগুলিকে বিক্রির মতলবে চুরির চেষ্টা করছে।এরপরই ওই গ্রামবাসীদের চিৎকারে ভিড় জমা হয়ে যায়। অভিযুক্তদের মধ্যে দু’‌জন পালিয়ে গেলেও ২৫ বছরের এক যুবককে ধরে ফেলে গ্রামবাসী তাকে গণপ্রহার দেয়। খবর পেয়ে পুলিস গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। বেহরোলার একটি পরিবারের তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছে একজন। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। বাকি দুই পলাতকের খোঁজ চলছে। তদন্ত শুরু হয়েছে।কিন্তু বিজেপি শাসিত রাজ্যেই এমন ঘটনা বার বার কেন ঘটছে ? আর প্রশাসনই বা উপযুক্ত ব্যবস্থা কেন নিচ্ছে না ? বিদ্যজনেদের একাংশের এই প্রশ্নের কোনো উত্তর এখনো অবধি সামনে আসেনি । কয়েক সপ্তাহ আগেই রাজস্থানের আলোয়ার জেলার লালাওয়ান্ডিতে আকবর খান নামে ২৮ বছরের এক যুবককে গরুচোর সন্দেহে গণপ্রহার করেছিল  গ্রামবাসীরা। জঙ্গলের পথ ধরে হরিয়ানায় নিজেদের গ্রামে ফেরার সময় আলোয়ারে আকবরকে মারধোর করে গ্রামবাসীরা। তাঁর এক সঙ্গী পালিয়েযেতে সক্ষম হলেও তিনি পালতে পারেননি । রামগড়ের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আকবরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এখানেই শেষ নয় পুলিশ আকবরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে ৩ ঘন্টা সময় নেয় যেখানে ঘটনাস্থল থেকে হাসপাতালের পথ কিছুক্ষনের  ।

তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল" 

No comments:

Post a Comment

loading...