Tuesday, 14 August 2018

সব রেকর্ড ভেঙে দিয়ে ডলারের তুলনায় টাকার দাম পড়ল সর্বাধিক ,মোদির জমানায়

ওয়েব ডেস্ক ১৪ই অগাস্ট ২০১৮ :"আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়", সত্যি "আচ্ছে" দিন আসলো তো ? এখন এই কথাটাই সবার মুখে মুখে ।তার কারণ ,টাকার দাম পড়তে পড়তে এখন ডলার পিছু ৭০.০৯ টাকায় গিয়ে দাঁড়াল। এটাই সর্বকালের রেকর্ড হিসেবে গণ্য করা হচ্ছে । কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হয়েছে , ৭০ বছরে যেটা কখনও হয়নি , সেটাই শ্রীযুক্ত নরেন্দ্র মোদী করে দেখালেন ।


সোমবারের মূল্যহ্রাসে বিশ্বজুড়ে মুদ্রা সংকট এবং তুরস্কের লিরা সংকটকে কারণ হিসেবে দেখানো হয়েছিল। ২০১৮ সালে টাকার মূল্য হ্রাস পেয়েছে প্রায় ৯ শতাংশ, এখনো অবধি ।বিদ্যজনেদের একাংশের উৎকণ্ঠা ,আগামী চার মাসে আর কত পড়ে এখন সেটাই দেখার ।অর্থনৈতিক এবং বাজার বিশেষজ্ঞ সঞ্জীব ভূষণ মনে করছেন, এই মূল্যহ্রাসে রপ্তানি বাড়বে। তুর্কিতে লিরার অবমূল্যায়নের জেরে এশিয়ায় ভারতীয় মুদ্রায় সব থেকে বেশি প্রভাব পড়েছে। রপ্তানি না বাড়লেও আমদানি বেড়েছে। ফলে ডলারের চাহিদা বেড়েছে। কমেছে টাকার দাম। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। টাকার দাম আরও কমবে। এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। অর্থনৈতিক বৃদ্ধি আনতে হবে। বিদেশ থেকে বিনিয়োগ আনতে হবে। তাহলে টাকার দাম স্থিতিশীল হতে পারে মনে করছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়। এখানেও বিদ্যজনেদের একাংশের প্রশ্ন ,হটাৎ করে তো আর লিরার দাম পড়তে পারেনা ,তার জন্য অবশ্যই আগাম খবর ছিল , তা সত্ত্বেও সঠিক  আগাম পরিকল্পনা কেন নেয়নি সরকার ? এর কোনো সদুত্তর পাওয়া যায়নি ।

No comments:

Post a Comment

loading...