Friday, 31 August 2018

ডলার প্রতি টাকার দাম পরেই চলেছে ,কেন্দ্রীয় সরকার নির্বিকার

ওয়েব ডেস্ক ৩১শে ২০১৮ : টাকার দাম ক্রমাগত পরেই চলেছে ডলারের তুলনায় , এবং এ বিষয়ে বিশেষ কোনো হেলদোল দেখা যাচ্ছেনা কেন্দ্রীয় সরকারের ।‌ প্রায়ই কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে শোনা যায় ভারত অর্থনৈতিক বিকাশের পথে এগোচ্ছে , তাই যদি হয় তাহলে ভারতের টাকার দাম পড়ছে কেন ?এর কোনো সদুত্তর নেই ।‌

গতকাল ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৭০ টাকা ৭৪ পয়সা। আজ তা প্রথমে পৌঁছায় ৭০ টাকা ৯৫ পয়সায়। পরে টাকার মূল্য দাঁড়ায় ৭১।‌ ডলারের তুলনায় টাকার মূল্য ক্রমাগত নীচের দিক নামছে। শুক্রবার টাকার মূল্য সবচেয়ে নিচে পৌঁছে গিয়েছে। আজ এক ডলারের দাম ৭১ টাকায় এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারই অনেক নীচেই বন্ধ হয়েছিল শেয়ার বাজার। তখন আমেরিকান ডলারের দাম ছিল ৭০.৮১ টাকা। সকাল দশটা নাগাদ ভারতীয় অর্থের দাম ছিল প্রায় ৭০.৬৮ টাকা। ইন্টার ব্যাংক বিদেশি বিনিময়ের বাজার সকালে এক আমেরিকান ডলারের মোকাবিলায় ৭০.৫৮ টাকায় খুলেছিল। অতিরিক্ত চাপ থাকার জন্য ৭০.৬৫ টাকার নীচের স্তরে পৌঁছে যায়।  বিশেষজ্ঞদের মতানুসারে বিদেশের বাজারে অপরিশোধিত তেলের দাম অস্থির হওয়ার জন্যই ভারতীয় টাকার মূল্যের ওপর এতটা প্রভাব পড়ছে।   কিছুটা তুর্কির জন্য টাকার দামের ওপর প্রভাব পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ,বিদ্যজনেদের একাংশের মত টাকার দাম বাড়ানোর পরিকল্পনাটাও সরকারের কাছে আছে তো ? না সেটাও "আচ্ছে দিন আনেওয়ালে হ্যায় "র মতো হবে ? এখন দেখার সেটাই  ।


তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "

No comments:

Post a Comment

loading...