Thursday, 16 August 2018

মোদীর জমানায় আর কত পড়বে টাকার দাম ? সোশ্যাল মিডিয়ায় ট্রোলড


ওয়েব ডেস্ক ১৬ই অগাস্ট ২০১৮ :বলতে বা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ,যে বিজেপির আমলে নারীনির্যাতন যেমন বেড়েছে , তেমনি পাল্লা দিয়ে টাকার দাম পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক, অর্থনীতির সাথে জড়িত এক বিদ্যজনের কথায়, রাত পোহালে আর কত দাম পড়তে পারে এখন সেই উৎকণ্ঠায় রয়েছি ।বৃহস্পতিবার ৪৩ পয়সা পড়ে মার্কিন ডলার পিছু টাকার দাম দাঁড়াল ৭০.‌৩২ টাকা। বুঝবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শেয়ার বাজার বন্ধ থাকার পর এদিন বাজার খুলতেই টাকার দাম ডলার পিছু ছিল ৭০.‌২৫ টাকা। বেলার দিকে তা আরও নেমে দাঁড়ায় ডলার পিছু ৭০.‌৩২ টাকা। মঙ্গলবার টাকার দাম ছিল প্রতি এক ডলারে ৭০.‌০৮ টাকা। সকালেই লগ্নিকারীরা ডলার পিছু টাকার এই অবনমন দেখে মুষড়ে পড়েন। গত মাসেই ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ১৮.‌০২ বিলিয়ন মার্কিন ডলার। গত পাঁচ বছরে যা সর্বাধিক। তেল আমদানিতে বিশাল ঘাটতির ফলেই এই অবস্থা। একথা জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। বিদেশি মুদ্রার বিনিয়োগকারীরা বলেছেন, লগ্নিকারীদের মধ্যে মার্কিন মুদ্রার জোরাল চাহিদা থাকলেও দেশীয় মুদ্রার চাহিদাও আছে।তবে বৃহস্পতিবার ডলার প্রতি লিরা পয়েন্ট উঠে কিছুটা সামাল দিলেও ভারতীয় মুদ্রার কোনো সুরাহা হয়নি ,এবং ইতিমদ্ধেই সুরাহার কোনো আশা দেখছেননা বিদ্যজনেদের একাংশ

তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "

No comments:

Post a Comment

loading...