Monday, 17 September 2018

১৪ বছরের স্কুল পড়ুয়াকে পর্ন ছবি দেখিয়ে যৌন নির্যাতন , পড়ুন

ওয়েব ডেস্ক ১৭ই সেপ্টেম্বর ২০১৮: আবার যৌন হেনস্তার ঘটনা ঘটল , আবার বিজেপি শাসিত রাজ্যে । সুপ্রিম কোর্ট যৌন হেনস্তা বা ধর্ষণ রোখার জন্য যেই সব পদক্ষেপ রাজ্য গুলিকে নিতে বলেছিল  সে গুলি কি আদেও শুনেছিল মহারাষ্ট্র সরকার ?প্রসঙ্গত  ১৪ বছরের পড়ুয়াকে পর্ন ছবি দেখানোর অভিযোগ উঠল কনভেন্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুনের একটি কনভেন্ট স্কুলে। এ বিষয়ে পুলিস ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গিয়েছে, এ বিষয়ে সব জেনেও চুপ ছিল এক মহিলা কাউন্সিলার।


এমনকী সে ওই পড়ুযাকেও চুপ করে থাকতে বলেছিল। অভিযোগে তার নামও উল্লেখ রয়েছে। ওয়ানওয়াদি পুলিস দু’‌জনকেই গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করে দিয়েছে। পুলিস সূত্রের খবর, এ বছরের মার্চ মাসে ঘটনাটি ঘটে। কনভেন্ট স্কুলের প্রধান শিক্ষক ১৪ বছরের কিশোরকে জোর করে পর্ন ছবি দেখিয়ে যৌন হেনস্থা করে। ওই কিশোর স্কুলের মহিলা কাউন্সিলারকে গোটা ঘটনাটি জানায়। কিন্তু ওই কাউন্সিলর উল্টে পড়ুয়াকেই বিষয়টি নিয়ে চুপ থাকার পরামর্শ দেয়। পুলিসের অনুমান, চাকরি হারানোর ভয়েই ওই কাউন্সিলর চুপ থাকতে বলে আক্রান্তকে। পুলিস জানিয়েছে, কিশোরের পড়াশোনার ক্ষতি হবে ভেবে তার পরিবারও কোনও পদক্ষেপ নেয় না। পুলিস স্কুলেরই এক সূত্র থেকে গোটা বিষয়টি জানতে পারে এবং স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে তৎপর হতে বলে। ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধেই পুলিস মামলা দায়ের করেছে। বিদ্যজনেদের একাংশের মত একজন কাউন্সিলর কি ভাবে পীড়িত নাবালককে চুপ থাকতে বলে ? তার এক্তিয়ার আছে কি এরকম নক্কার জনক ঘটনা কে ধামা চাপা দেওয়া ? বিদ্যজনেদের একাংশের আরো দাবি অবিলম্বে কেন্দ্রের আরো তৎপর হওয়া উচিত এই বিষয়ে ।তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল " 

No comments:

Post a Comment

loading...