Saturday, 15 September 2018

জেএনইউ তে ছোট জামা এবং আমিষ খাওয়াতে নিষেধাজ্ঞা জারি করল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি

ওয়েব ডেস্ক ১৫ই সেপ্টেম্বর ২০১৮:নির্বাচনে জেতার সঙ্গে সঙ্গেই নিজেদের রং দেখাতে  শুরু করে দিল এবিভিপি ।কে কি পড়ে আসবেন কি খাবেন সেটাও কি এবার ঠিক করে দেবে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি ?বিদ্যজনেদের একাংশের এই প্রশ্নের কোনো উত্তর অবশ্য পাওয়া যায়নি ।
প্রসঙ্গত জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মহিলাদের ছোট জামা পরা ও আমিষ  খাওয়াতে ফতোয়া জারি করল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। এই ইস্যুতে ইতিমধ্যে জেএনইউ-র চত্বরে পোস্টারও ঝোলানো হয়েছে । বিশেষ সূত্রে জানা গেছে, দেশবিরোধী ‘কমরেড’দের হাত থেকে জেএনইউ কে রক্ষা করতে এবিভিপির এই ব্যবস্থা ।  এরপরেও যদি মহিলারা একথা অমান্য করে ছোট জামা পড়ে ক্যাম্পাস চত্বরের ঘোরাফেরা করে তাহলে তাঁদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এবিভিপি তরফে ।কিন্তু এর পর পরিস্থিতি যে খারাপের দিকেই যাবে সেটা বলাই বাহুল্য । আগামী দিনে আর কি কি ফতোয়া আসে এখন সেটাই দেখার ।

No comments:

Post a Comment

loading...