Tuesday, 25 September 2018

আসন ভাগা ভাগিতে বিজেপিকে এক চুলও জমি ছাড়তে রাজি নয় বিহারের রাষ্ট্রীয় লোক সমতা পার্টি

ওয়েব ডেস্ক  ২৫ শে সেপ্টেম্বর ২০১৮ :আগামী লোকসভা নির্বাচন বিজেপির পক্ষে মোটেও যে সহজ হবেনা তার আরো একবার বোঝা গেল । বিজেপির  সহযোগী দলগুলি যে বিজেপিকে এক চুলও অতিরিক্ত জমি ছাড়তে রাজি  নয় তা আবার দিনের আলোর মতো পরিষ্কার বিহারে ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স ( এন ডি এ )-এর অন্যতম সহযোগী দল রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ( আর এল এস পি ) বেশ জোর ধাক্কা দিল বি জে পি – কে।

২০: ২০ আসন ভাগাভাগির হিসেবে তাদের কোনও সায় নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর এল এস পি-এর সভাপতি উপেন্দ্র কুশওয়াহ জানিয়েছেন –” আমি ক্রিকেট খেলিনা ,আর ক্রিকেটের ২০ : ২০ ফরমুলা বুঝিনা। এর বদলে বরং আমি গুলি ডান্ডা খেলতে বেশি পছন্দ করি। ” বিহার এন ডি এ -এর অন্তর্ভুক্ত দলগুলি হল — জে ডি (ইউ ), বি জে পি , আর এল এস পি এবং রামবিলাস পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি ( এল জে পি )। বিহারের এন ডি এ সহযোগীদের সঙ্গে শ্রী শাহের প্রস্তাবিত চুক্তি অনুযায়ী , বি জে পি -র আসন সংখ্যা হবে ২০ বাকি আসনগুলি কম বেশি পাবে সহযোগী দলগুলি। গত সপ্তাহে আর এল এস পি নেতা নাগমনি বলেন –বি জে পি -র উচিত জে ডি ( ইউ ) -এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া। যার সামাজিক সমর্থনের ভিত্তি ১.৫ % যেখানে আর এল এস পি -র ১০ %। দিল্লিতে নীতিশকুমার ও অমিত শাহের বৈঠকের পর আর এল এস পি আরও নীতিশ বিরোধী হয়ে উঠেছে।বিদ্যজনেদের একাংশের অভিমত গোষ্ঠী দ্বন্দ্ব এনডিএর আমলে নতুন কিছু নয় , এর আগেও এরকম দেখা গিয়েছিলো , কিন্তু ব্যাপারটা প্রকাশ্যে কমই এসেছে , এবার যেন তিক্ততাটা অনুভব করা যাচ্ছে  ।


No comments:

Post a Comment

loading...