Friday, 21 September 2018

বিজেপি শাসন কালেই সব থেকে বেশি মব লিনচিং এর ঘটনা ঘটেছে , জানাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন

ওয়েব ডেস্ক  ২১শে সেপ্টেম্বর ২০১৮ : বিজেপি শাসন কালেই সব থেকে বেশি মব লিনচিং বা গণপিটুনির ঘটনা ঘটেছে , এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ। চাঞ্চল্যকর এই তথ্যে আলোড়ন সৃষ্টি পড়েছে গোটা ভারতে ।তারা আরো জানাচ্ছে গোরুকে কেন্দ্র করে গণপিটুনিতে যত মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের নব্বই শতাংশই মুসলিম সম্প্রদায়ভুক্ত। বাকিরা প্রায় সকলেই দলিত।

ওই  সংগঠনের পরিসংখ্যান বলছে,বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই গোরু রক্ষার অছিলায় দলিত বা সংখ্যালঘুদের পিটিয়ে মারার ঘটনা উল্কাগতিতে বেড়েছে। সংগঠনের সমীক্ষায় আরও দেখা গিয়েছে, গোরু রক্ষার নামে গণপিটুনির মামলায় বেশির ভাগ ক্ষেত্রেই পুলিস বা প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত তৎপরতা দেখতে পাননি মৃতের পরিবাররা। ওই মানবাধিকার সংস্থার দাবি যে নেহাত মিথ্যে নয়, তার সমর্থন মিলেছে ভারতীয় তথ্যসংগ্রহকারী সংস্থা ‘‌ইন্ডিয়াস্পেন্ড’‌–এর পরিসংখ্যানে। সেখানে দেখা যাচ্ছে ২০১২ ও ২০১৩ সালে দু’‌বছরে সারা দেশে এই ধরনের মাত্র দু’‌টি  ঘটনা ঘটেছিল। সেই জায়গায় ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত এরকম ঘটনা ঘটেছে আরও অন্তত ৯২টি। এই ৯২টির মধ্যে ৯০টিই ঘটেছে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরে। আক্রান্তদের ৯০ শতাংশ মুসলিম।বিদ্যজনেদের একাংশ দাবি জানিয়েছে অবিলম্বে এই মব লিনচিং এর ঘটনা গুলোকে ইতি টানা উচিত সরকারের, এবং তারা এও জানিয়েছেন যে করেই হোক সুপ্রিম কোর্ট যেই আদেশ দিয়েছে মব লিনচিং আটকাবার জন্য , তার ওপর পদক্ষেপ নেওয়া উচিত ।


তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "

No comments:

Post a Comment

loading...