ওয়েব ডেস্ক ২৫ শে সেপ্টেম্বর ২০১৮ :যতই ২০১৯শের লোকসভা এগিয়ে আসছে , এক এক করে বিজেপি ছাড়তে শুরু করে দিয়েছেন তাদের স্বনামধন্য নেতারা ।বিদ্যজনেদের অভিমত যতই লোকসভা ভোট এগিয়ে আসবে ততই যদি দেখা যায় আরো বিধায়ক বা নেতা বিজেপি ছাড়ছেন তাহলে অবাক হওয়ার কিছুই নেই ।এবারের ভাঙ্গন ধরল মধ্যে প্রদেশ থেকে যা রুখতে ব্যর্থ হলেন মোদি–শাহ জুটি।কারণ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মধ্যপ্রদেশের নেত্রী পদ্মা শুক্লা।এদিন তিনি মধ্যপ্রদেশ সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের প্রধানের পদে ইস্তফা দেন। বিজেপির প্রাথমিক সদস্যপদেও ইস্তফা দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থাকে পদ্মা শুক্লা বলেন, ‘মধ্যপ্রদেশের মন্ত্রী সঞ্জয় পাঠকের সঙ্গে দু’বছর কাজ করার চেষ্টা করেছি। কিন্তু তা অসম্ভবে পরিণত হয়েছে। কারণ বিজেপি কর্মীদের তিনি খেলো করেছেন। কংগ্রেস যদি তাঁকে উপযুক্ত মনে করে বিধানসভার প্রার্থী তালিকায় স্থান দেয়, তাহলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় রাজি।’অন্য দিকে বিজেপির মধ্যপ্রদেশের রাজ্য সভাপতি রাকেশ সিংকে লেখা চিঠিতে পদ্মা শুক্লা দল নিয়ে নিজের অসন্তোষের কথা লিখেছেন। চিঠিতে তিনি লেখেন, ১৯৮০ সাল থেকে তিনি দলের প্রাথমিক সদস্য ছিলেন। এতদিন বিভিন্ন দায়িত্বও সামলেছেন তিনি। কিন্তু ২০১৪ সালে ভোটের পর থেকে বিজয়রাঘবগড় কেন্দ্রের দলের কর্মীদের প্রতি অবহেলা ও শোষণের অভিযোগ করেছেন। তার জন্যই দলের প্রাথমিক সদস্যপদ তিনি ছাড়লেন বলে জানান পদ্মা শুক্লা। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বিদ্যজনেদের একাংশের দাবি , বিজেপির অন্দর মহলেই যে অশান্তির বাতাবরণ ঘনীভূত হয়েছে সেটা নেত্রী পদ্মা শুক্লার কথাতেই স্পষ্ট ।মানুষের মধ্যে পূর্বে যে একটা গিমিক তৈরী হয়েছিল এখন এইসব ঘটনায় ভাঙতে শুরু হয়েছে ।
তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "

সংবাদ সংস্থাকে পদ্মা শুক্লা বলেন, ‘মধ্যপ্রদেশের মন্ত্রী সঞ্জয় পাঠকের সঙ্গে দু’বছর কাজ করার চেষ্টা করেছি। কিন্তু তা অসম্ভবে পরিণত হয়েছে। কারণ বিজেপি কর্মীদের তিনি খেলো করেছেন। কংগ্রেস যদি তাঁকে উপযুক্ত মনে করে বিধানসভার প্রার্থী তালিকায় স্থান দেয়, তাহলে তিনি প্রতিদ্বন্দ্বিতায় রাজি।’অন্য দিকে বিজেপির মধ্যপ্রদেশের রাজ্য সভাপতি রাকেশ সিংকে লেখা চিঠিতে পদ্মা শুক্লা দল নিয়ে নিজের অসন্তোষের কথা লিখেছেন। চিঠিতে তিনি লেখেন, ১৯৮০ সাল থেকে তিনি দলের প্রাথমিক সদস্য ছিলেন। এতদিন বিভিন্ন দায়িত্বও সামলেছেন তিনি। কিন্তু ২০১৪ সালে ভোটের পর থেকে বিজয়রাঘবগড় কেন্দ্রের দলের কর্মীদের প্রতি অবহেলা ও শোষণের অভিযোগ করেছেন। তার জন্যই দলের প্রাথমিক সদস্যপদ তিনি ছাড়লেন বলে জানান পদ্মা শুক্লা। যদিও বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানানো হয়নি। বিদ্যজনেদের একাংশের দাবি , বিজেপির অন্দর মহলেই যে অশান্তির বাতাবরণ ঘনীভূত হয়েছে সেটা নেত্রী পদ্মা শুক্লার কথাতেই স্পষ্ট ।মানুষের মধ্যে পূর্বে যে একটা গিমিক তৈরী হয়েছিল এখন এইসব ঘটনায় ভাঙতে শুরু হয়েছে ।
তথ্য কৃতজ্ঞতা স্বীকার "আজকাল "
No comments:
Post a Comment