Monday, 17 September 2018

অর্ধ নগ্ন অবস্থায় মালিশ নিচ্ছেন বিজেপির রিতেশ তিওয়ারি , ছবি ভাইরাল , চলছে নিন্দাও

ওয়েব ডেস্ক ১৭ই সেপ্টেম্বর ২০১৮:বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কি ধরণের ভাষণ দিতে পারেন সেটা বাংলার মানুষ শুনেছেন , তার মন্তব্য কতটা কুরুচিকর হতে পারে সেটাও উপলব্ধি করেছেন বাংলার তথা ভারত বর্ষের মানুষ ৷তাহলে প্রশ্ন আসে বঙ্গ বিজেপিতে শুধুমাত্র দিলীপ ঘোষই কি আছেন যার ব্যক্তিত্ব এইরকম ? না তার মতো বা তার থেকেও নিচে কেউ আছেন ?


প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল অনেক দিন ধরেই মানুষের মনে ৷ সাম্প্রতিককালে দিলীপ ঘোষের চাঞ্চল্যকর কুরুচিকর মন্তব্যকেও ছাপিয়ে গেলেন বঙ্গ বিজেপির রিতেশ তিওয়ারি ৷ অবশ্যই কুরুচিকর মন্তব্যের জন্য নয় , তার অর্থ নগ্ন অবস্থায় মালিশ নেওয়ার সৌজন্যে ৷ একটি ফটো ভাইরাল হয়েছে , সেখানে দেখা যাচ্ছে বিজেপির রিতেশ তিওয়ারি একজন মহিলার কাছ থেকে অর্ধ নগ্ন অবস্থায় মালিশ নিচ্ছেন ৷ রিতেশ বাবুর পরনে একটুকরো কাপড় ছাড়া আর কিছুই নেই ৷যদিও বিজেপির তরফ থেকে এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি , তবে ফটোতে যা দেখা যাচ্ছে সেটা কতটা সত্য তা অবশ্য জানা যায়নি ৷ এর ফটোর যাচাই দৈনিক ২৪*৭ করে দেখেনি ৷যদি এই ফটোটা সত্য হয় তাহলে বিজেপি আবার অস্বস্তিকর অবস্থায় পড়বে, বলাই বাহুল্য ৷বিদ্যজনেদের একাংশের অভিমত , রিতেশ কোনো সন্দেহ নেই অল্পবয়সের ৷ তার পক্ষে এরকম কাজ করা কঠিন বলে মনে হয়না ৷ আর বলার মতো রিতেশ তিওয়ারি কি বা এমন কাজ করেছেন যে তাকে , অর্ধ উলঙ্গ অবস্থায় মালিশ নিয়ে রিলাক্স হতে হচ্ছে ? জল্পনা চলছে ৷ 

No comments:

Post a Comment

loading...