Wednesday, 10 October 2018

এক মহিলাকে উতক্ত করার অপরাধে জুতো পেটা খেতে হল এই বিজেপি কর্মীর ,পড়ুন

ওয়েব ডেস্ক ১০ই অক্টোবর ২০১৮: বিজেপি শাসিত উত্তরাখণ্ডের রুদ্রপুরে , এক মহিলার সাথে অভব্য আচরণ করার জন্য , জানা কয়েক মহিলা এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাকে জুতো পেটা করলেন ।জানা গেছে, উত্তরাখণ্ডের রুদ্রপুরের মেট্রোপোলিশ কলোনির বাসিন্দা ওই বিজেপির সক্রিয় কর্মী ওই কলোনিরই বাসিন্দা এক আইপিএস অফিসারের পরিবারের মহিলা সদস্যকে কিছুদিন ধরেই উতক্ত  করছিলেন।

পেছনে পেছনে যাওয়া থেকে মোবাইল এ এস.এম.এস পাঠানো ।এই ঘটনা জানিয়ে ওই মহিলা স্থানীয় সোসাইটিতে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে সোসাইটির সদস্যরা দল বেঁধে ওই বিজেপি কর্মীর বাড়িতে আলোচনার জন্য গেলে তিনি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরেই আলোচনা করতে আসা মহিলা জুতো দিয়ে ওই বিজেপি নেতাকে মারধর করেন।বেগতিক দেখে ওই বিজেপি কর্মী এরপর মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা ভিডিওবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।বিদ্যজনেদের একাংশের অভিমত , এখন এই সব দুর্বৃত্তরাই বিজেপির সম্পদ ।

No comments:

Post a Comment

loading...